চল বাড়ি যাই
সৈকতে নেমেছে জোছনা
নেতিয়ে পড়া ঢেউগুলো আবার উঠেছে জেগে
ছুঁয়ে যায় আঁধারে পেতে রাখা পায়ের পাতা
জল চেয়েছি সন্ধ্যার স্নান সারবো বলে
তাই বলে উত্তাল তরঙ্গ সমেত সাগর দেখাবে?
চল বাড়ি যাই
সহজাত অশ্রু জলেতো আর জোয়ার আসবে না সই
কি দিয়ে সোহাগ দিলে অপূর্ণতা ভুলে যাবে
প্রত্যাশা যেটুকু আছে তোমাকে দেখার তাও যদি স্তিমিত হয়
জেনে রেখো তারপরও ভালোবাসা এতটুকুন মলিন হবে না
মিলনে বিরহ জাগে, জাগে রাত অতৃপ্ত সন্তর্পনে
১১/০২/১৪
১১:৩১pm
নেতিয়ে পড়া ঢেউগুলো আবার উঠেছে জেগে
ছুঁয়ে যায় আঁধারে পেতে রাখা পায়ের পাতা
জল চেয়েছি সন্ধ্যার স্নান সারবো বলে
তাই বলে উত্তাল তরঙ্গ সমেত সাগর দেখাবে?
চল বাড়ি যাই
সহজাত অশ্রু জলেতো আর জোয়ার আসবে না সই
কি দিয়ে সোহাগ দিলে অপূর্ণতা ভুলে যাবে
প্রত্যাশা যেটুকু আছে তোমাকে দেখার তাও যদি স্তিমিত হয়
জেনে রেখো তারপরও ভালোবাসা এতটুকুন মলিন হবে না
মিলনে বিরহ জাগে, জাগে রাত অতৃপ্ত সন্তর্পনে
১১/০২/১৪
১১:৩১pm
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।