একান্তে দুজনে
সন্ধ্যাকে একবার কাছে পেয়ে প্রাণপণে আঁকড়ে ধরেছিলাম
রাত্রি তখনও অনেক দূরে
বিষম যন্ত্রণায় ছটফট করতে করতে উদ্যানে এসে দাঁড়াই
হাত বাড়াই যৌবনের স্মৃতিধন্য মৌটুসীদের
দোতলা বাড়ির আড়াআড়ি কোনাকুনি
সটান দাঁড়িয়ে থাকা গাছের বকুল ফুলের ওপর
শব্দের গতিবিদ্যায় অদক্ষ আমি কেবলই শিস্ বাজাই
এই বুঝি পিনপতন নিরবতায় কাছে এসে হাত ধরে
জোছনার জলকেলি সন্ধ্যা উপভোগ্য করে তুলবো আহ্লাদে পরষ্পর
পৃথিবী যখন বিকেন্দ্রিক মেরুকরণে থিতু হয়
কেন্দ্রীভূত হতে আমাদের কয়েক সেকেন্ড বাকি থাকে
সমুদয় হিসেব নিকেষ মুহূর্তেই বিলীন হয়ে যায়
আর কাঙ্খিত লালসায় আমরাও যোজন যোজন পথ পাড়ি দিয়ে যাই
০৯/০২/১৪
১১:১৫pm
রাত্রি তখনও অনেক দূরে
বিষম যন্ত্রণায় ছটফট করতে করতে উদ্যানে এসে দাঁড়াই
হাত বাড়াই যৌবনের স্মৃতিধন্য মৌটুসীদের
দোতলা বাড়ির আড়াআড়ি কোনাকুনি
সটান দাঁড়িয়ে থাকা গাছের বকুল ফুলের ওপর
শব্দের গতিবিদ্যায় অদক্ষ আমি কেবলই শিস্ বাজাই
এই বুঝি পিনপতন নিরবতায় কাছে এসে হাত ধরে
জোছনার জলকেলি সন্ধ্যা উপভোগ্য করে তুলবো আহ্লাদে পরষ্পর
পৃথিবী যখন বিকেন্দ্রিক মেরুকরণে থিতু হয়
কেন্দ্রীভূত হতে আমাদের কয়েক সেকেন্ড বাকি থাকে
সমুদয় হিসেব নিকেষ মুহূর্তেই বিলীন হয়ে যায়
আর কাঙ্খিত লালসায় আমরাও যোজন যোজন পথ পাড়ি দিয়ে যাই
০৯/০২/১৪
১১:১৫pm
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।