জনান্তিক প্রহসন
সাদা দিলে দিল সাধিলে
রাজ্য গড়ি তিলে তিলে
আজব মনের বাজার মিলে
সমবেত তারার মিছিলে
রুপার দরে রুপ মেলে না
চায় যে আরো খাঁটি সোনা
বিহ্বল এই চোখের জলে সজল বোদের কান্না
অশ্রু জলে জোয়ার আসুক তারা এখন চান না
একই মনে ভিন্ন জনে
জনান্তিক এই প্রহসনে
নির্বোধেরা খুব গোপনে
চায় যেতে চায় নির্বাসনে
২১/০১/১৪
০১:২৬am
রাজ্য গড়ি তিলে তিলে
আজব মনের বাজার মিলে
সমবেত তারার মিছিলে
রুপার দরে রুপ মেলে না
চায় যে আরো খাঁটি সোনা
বিহ্বল এই চোখের জলে সজল বোদের কান্না
অশ্রু জলে জোয়ার আসুক তারা এখন চান না
একই মনে ভিন্ন জনে
জনান্তিক এই প্রহসনে
নির্বোধেরা খুব গোপনে
চায় যেতে চায় নির্বাসনে
২১/০১/১৪
০১:২৬am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এফ সাকি ২২/০১/২০১৪
কাজে ভিজা চিড়া,
ধোকায় পড়ে সাজুক বোকা
সব বুদ্ধিমানিরা।