মানবিক গাথা
নিজেকে বাঁচিয়ে তোলে অর্ঘ্য
মানবে পাই খুঁজে স্বর্গ
আসমান জমিন তরুলতা সব
জীবনকে আলিঙ্গনে করেছে উৎসব
নিরন্তর লিখে যাই মানবিক গাথা
মানবিক কিছু অপারগতা
অবরুদ্ধ করে চলি জীবন সংহার
কেউবা সাহস জোগায় নিয়ম তাহার
অতীত ভুলের তরে ফুলের উপমা গড়ি
পুষ্প মালতী দিয়ে সাজাই তরী
১৩/০১/১৪
০৯;৩৬am
মানবে পাই খুঁজে স্বর্গ
আসমান জমিন তরুলতা সব
জীবনকে আলিঙ্গনে করেছে উৎসব
নিরন্তর লিখে যাই মানবিক গাথা
মানবিক কিছু অপারগতা
অবরুদ্ধ করে চলি জীবন সংহার
কেউবা সাহস জোগায় নিয়ম তাহার
অতীত ভুলের তরে ফুলের উপমা গড়ি
পুষ্প মালতী দিয়ে সাজাই তরী
১৩/০১/১৪
০৯;৩৬am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এফ সাকি ১৩/০১/২০১৪
হালটা রাখিও ধরি
শক্ত হাতে,
যেনো না ডুবে যায়
শত ঝড় ঝঞ্ঝায়
ঘূর্ণিবাতে।