অদ্ভুত ব্যাকরণ
দূর্বার ডগায় খুঁজি শিশির কণা
ভোরেরও থাকে সুললিত বাসনা
আলোর কিরণ ঝলকাইয়া তোলে প্রাণ
নিয়মের ঘেরাটোপে বন্দি মানবিক আখ্যান
প্রকৃতি মাদল তোলে পুষ্পের অনুরোধে
ভ্রমর ছাড়ে বৃন্দাবন, সনির্বন্ধ ক্রোধে
রাজ্যহীন পায়না কেউ সম্রাট খ্যাতি
মূর্খরা মেনে নেয় সরল নিয়তি
জীবনের প্রয়োজনে জীবনকে কাছে টানি
সরল গদ্য তোলে নান্দনিক জয়গান
অভাবে স্বভাব দুষ্ট, সকলে তা মানি
অদ্ভুত ব্যাকরণ বাতলে দেয় জাগতিক সমাধান
১৮/১২/১৩
০৭:৩৪pm
ভোরেরও থাকে সুললিত বাসনা
আলোর কিরণ ঝলকাইয়া তোলে প্রাণ
নিয়মের ঘেরাটোপে বন্দি মানবিক আখ্যান
প্রকৃতি মাদল তোলে পুষ্পের অনুরোধে
ভ্রমর ছাড়ে বৃন্দাবন, সনির্বন্ধ ক্রোধে
রাজ্যহীন পায়না কেউ সম্রাট খ্যাতি
মূর্খরা মেনে নেয় সরল নিয়তি
জীবনের প্রয়োজনে জীবনকে কাছে টানি
সরল গদ্য তোলে নান্দনিক জয়গান
অভাবে স্বভাব দুষ্ট, সকলে তা মানি
অদ্ভুত ব্যাকরণ বাতলে দেয় জাগতিক সমাধান
১৮/১২/১৩
০৭:৩৪pm
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জি,মাওলা ১৮/১২/২০১৩হুম ///////////////////////////////.....................।।