স্বাধীনতা আমি খুঁজিয়া বেড়াই
ভীষণ লজ্জ্বা পাই জন্তুর মুখে শুনি মানবের নাম
মানুষের মুখে শুনি জান্তব প্রশংসাবাণ
বিড়ালের গলায় শোভিত সোনার হার
মানুষের গলে ঝুলে অক্টোপাসের অলংকার
কুকুর পেয়েছে মানবিক দায়িত্ববোধ
মানুষের আচরণে লজ্জ্বিত কুকুরের ক্রোধ
ইতর প্রাণী বিদায় নিয়েছে মানুষের হীনমন্যতায়
মানুষ পেয়েছে ইতরের খ্যাতি পৈশাচিক ভাবনায়
শকুনের মতো মানুষ যদি নর্দমায় পায় স্থান
আমার বাংলা কারা বানাতে চায় রুগ্ন পাকিস্তান
নিশ্চিন্তে আমি দিবস রচিবো মানবের সেবায়
মানুষ মরিলে কাঁদিবে মানুষ আমার অভিপ্রায়
যারা করেছে পৌষের খেতে যুদ্ধ ঘোষণা
তাদের জন্য স্বাধীনতা আমি মানি না
মায়ের পরনে বিধবার শাড়ী যারা পরায়েছে
তাদের বিরুদ্ধে বীর বাঙালী আবার অস্র ধরেছে
জাগ জনতা জাগরে আবার সর্ব ভাবনায়
মুক্তির পতাকা উড়াবো আবার স্বাধীন এই বাংলায়
১৫/১২/১৩
০৫:৩০pm
মানুষের মুখে শুনি জান্তব প্রশংসাবাণ
বিড়ালের গলায় শোভিত সোনার হার
মানুষের গলে ঝুলে অক্টোপাসের অলংকার
কুকুর পেয়েছে মানবিক দায়িত্ববোধ
মানুষের আচরণে লজ্জ্বিত কুকুরের ক্রোধ
ইতর প্রাণী বিদায় নিয়েছে মানুষের হীনমন্যতায়
মানুষ পেয়েছে ইতরের খ্যাতি পৈশাচিক ভাবনায়
শকুনের মতো মানুষ যদি নর্দমায় পায় স্থান
আমার বাংলা কারা বানাতে চায় রুগ্ন পাকিস্তান
নিশ্চিন্তে আমি দিবস রচিবো মানবের সেবায়
মানুষ মরিলে কাঁদিবে মানুষ আমার অভিপ্রায়
যারা করেছে পৌষের খেতে যুদ্ধ ঘোষণা
তাদের জন্য স্বাধীনতা আমি মানি না
মায়ের পরনে বিধবার শাড়ী যারা পরায়েছে
তাদের বিরুদ্ধে বীর বাঙালী আবার অস্র ধরেছে
জাগ জনতা জাগরে আবার সর্ব ভাবনায়
মুক্তির পতাকা উড়াবো আবার স্বাধীন এই বাংলায়
১৫/১২/১৩
০৫:৩০pm
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রবাসী পাঠক ১৫/১২/২০১৩মুক্তির পতাকা উড়াবো আবার স্বাধীন এই বাংলায়।