অণুকাব্য গুচ্ছ
এক.
ময়ূরপঙ্খী নাচিয়ে গেলো মোরে
শিশির ভেজা কাকডাকা এই ভোরে
মেঘের নৃত্য, নিত্য করে ভর
পদ্মফোটা শান্ত জলের ওপর
দুই.
মেঘ নিয়েছে চাঁদের সাথে আড়ি
এই সময়ে নিদেন বাড়াবাড়ি
আকাশ বোঝে মেঘের ছলাকলা
অস্তাচলে সূর্য করে মনমাতানো খেলা
তিন.
তুমি আছো সাগর বুকে
জোয়ার-ভাটা নিয়ে
আকাশ দেখায় মগ্ন লীলা
চাঁদ-জোছনার বিয়ে
চার.
মেঘবালিকা আমায় গেল ছাড়ি
পঞ্চমী চাঁদ করলো না তাই মানা
মেঘের ওপার জলপরীদের বাড়ী
জানা আছে আকাশপুরীর দৃশ্যমান ঠিকানা
১৩/১২/১৩
১২:০৭am
ময়ূরপঙ্খী নাচিয়ে গেলো মোরে
শিশির ভেজা কাকডাকা এই ভোরে
মেঘের নৃত্য, নিত্য করে ভর
পদ্মফোটা শান্ত জলের ওপর
দুই.
মেঘ নিয়েছে চাঁদের সাথে আড়ি
এই সময়ে নিদেন বাড়াবাড়ি
আকাশ বোঝে মেঘের ছলাকলা
অস্তাচলে সূর্য করে মনমাতানো খেলা
তিন.
তুমি আছো সাগর বুকে
জোয়ার-ভাটা নিয়ে
আকাশ দেখায় মগ্ন লীলা
চাঁদ-জোছনার বিয়ে
চার.
মেঘবালিকা আমায় গেল ছাড়ি
পঞ্চমী চাঁদ করলো না তাই মানা
মেঘের ওপার জলপরীদের বাড়ী
জানা আছে আকাশপুরীর দৃশ্যমান ঠিকানা
১৩/১২/১৩
১২:০৭am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ১৪/১২/২০১৩বেশ ভালো লাগলো, কবি l