বিমূর্ত রাত
অভিধান ঘেঁটে একটি শব্দ বের করতে পারিনি
তোমাকে ভালোবাসার যথার্থতা প্রকাশে
সমূদয় বাগিচা চষে বেড়িয়েছি পরিশুদ্ধ পুষ্পের খোঁজে
খনন করে চলেছি প্রত্নতাত্ত্বিক নিদর্শন
প্রাচীন শিলালিপিতে আদি উৎসের ক্রমবিকাশ ছুঁবো বলে
প্রাসঙ্গিক সঙ্গীতের মূর্ছনা শুনবো সম্পুরক নালিশে
দিবারাত্রির গননারীতি মূর্ত করে তোলার আশায়
আরও একটি পৃথিবী বাড়িয়েছি গোপণ আসক্তিতে
বিলাসবহুল চন্দ্র অভিযান আপাত স্থগিতের পক্ষে
একতরফা বিবৃতি দিয়েছি
নিষিদ্ধ স্লোগানকে আইনসিদ্ধ করেছি বহুল আলোচনায়
তথাপিও-
নিজস্ব স্বীকৃতির অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত সময় কাটে অহর্নিশ
১১/১২/১৩
১০:৫৮pm
তোমাকে ভালোবাসার যথার্থতা প্রকাশে
সমূদয় বাগিচা চষে বেড়িয়েছি পরিশুদ্ধ পুষ্পের খোঁজে
খনন করে চলেছি প্রত্নতাত্ত্বিক নিদর্শন
প্রাচীন শিলালিপিতে আদি উৎসের ক্রমবিকাশ ছুঁবো বলে
প্রাসঙ্গিক সঙ্গীতের মূর্ছনা শুনবো সম্পুরক নালিশে
দিবারাত্রির গননারীতি মূর্ত করে তোলার আশায়
আরও একটি পৃথিবী বাড়িয়েছি গোপণ আসক্তিতে
বিলাসবহুল চন্দ্র অভিযান আপাত স্থগিতের পক্ষে
একতরফা বিবৃতি দিয়েছি
নিষিদ্ধ স্লোগানকে আইনসিদ্ধ করেছি বহুল আলোচনায়
তথাপিও-
নিজস্ব স্বীকৃতির অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত সময় কাটে অহর্নিশ
১১/১২/১৩
১০:৫৮pm
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ১২/১২/২০১৩দারুণ