কুলবধু
কেমন করে অঙ্গে জড়াও শাড়ী
লতায়-পাতায় জড়িয়ে গড়াগড়ি
স্নিগ্ধ তোমার চোখের দুটি তারা
মিঠেল রোদে নোনা পানির মিশ্র জলধারা
রাতের গায়ে ওই ঢলেছে আলোক রাশিরাশি
চাঁদকে কভু দেয়নি কথা আজব পরবাসী
কুলবধু ফুলবধু পুষ্পের সমাহার
নাকে নোলক কানে দুল খোঁপার বাহার
বাঁকা ঠোঁট বাঁকা চাঁদ বাঁকা চোখের মণি
মলিন বদন ধরে আছে মেঘের প্রলয় খানি
অতল জলের গান শেখালো উতল দইরাওয়ালা
গগন করে গহন গাঙে অথৈ জলের খেলা
১১/১২/১৩
০২:২৬am
লতায়-পাতায় জড়িয়ে গড়াগড়ি
স্নিগ্ধ তোমার চোখের দুটি তারা
মিঠেল রোদে নোনা পানির মিশ্র জলধারা
রাতের গায়ে ওই ঢলেছে আলোক রাশিরাশি
চাঁদকে কভু দেয়নি কথা আজব পরবাসী
কুলবধু ফুলবধু পুষ্পের সমাহার
নাকে নোলক কানে দুল খোঁপার বাহার
বাঁকা ঠোঁট বাঁকা চাঁদ বাঁকা চোখের মণি
মলিন বদন ধরে আছে মেঘের প্রলয় খানি
অতল জলের গান শেখালো উতল দইরাওয়ালা
গগন করে গহন গাঙে অথৈ জলের খেলা
১১/১২/১৩
০২:২৬am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।