বন্ধুরে তোর রাতের এই চাঁদ(গান)
বন্ধুরে তোর রাতের এই চাঁদ
আমার শুকনো রুটি
একবার হলেও দেখে যাস
হোক না সে ভ্রুকুটি
আকাশখানা দিলাম মেলে
উড়বি বাঁধনহারা
মায়ার বাঁধনে জড়িয়ে আমায়
করলি দিশেহারা
সাগর সেচে মুক্তো এনে
পরাবো মালা
একবার জড়ালে বুকে
রাখবো সারাবেলা
তোর জন্যরে বন্ধু আকাশ-মাটি
করতে পারি এক
ছেড়ে দেয়া হাতটা একবার
ধরে আবার দেখ
দুইটা চোখকে মশাল করে
তোরে কত খুঁজি
মনে মনে আপন করে
শান্তিতে চোখ বুঁজি
তুই যে আমার এই জীবনে
হলুদ ময়না
তোরে দেখার সাধটা আমার
আজও মলিন হয়না
তুই যে আমায় রাখলি করে
যাজক-যাযাবর
ঠিকানা বিহীন জীবনে আমার
তুইতো সরোবর
০৩/১২/১৩
০২:২১am
আমার শুকনো রুটি
একবার হলেও দেখে যাস
হোক না সে ভ্রুকুটি
আকাশখানা দিলাম মেলে
উড়বি বাঁধনহারা
মায়ার বাঁধনে জড়িয়ে আমায়
করলি দিশেহারা
সাগর সেচে মুক্তো এনে
পরাবো মালা
একবার জড়ালে বুকে
রাখবো সারাবেলা
তোর জন্যরে বন্ধু আকাশ-মাটি
করতে পারি এক
ছেড়ে দেয়া হাতটা একবার
ধরে আবার দেখ
দুইটা চোখকে মশাল করে
তোরে কত খুঁজি
মনে মনে আপন করে
শান্তিতে চোখ বুঁজি
তুই যে আমার এই জীবনে
হলুদ ময়না
তোরে দেখার সাধটা আমার
আজও মলিন হয়না
তুই যে আমায় রাখলি করে
যাজক-যাযাবর
ঠিকানা বিহীন জীবনে আমার
তুইতো সরোবর
০৩/১২/১৩
০২:২১am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০৩/১২/২০১৩বাহ.... দারুন লাগলো এই গান
-
אולי כולנו טועים ০৩/১২/২০১৩ছন্দময় কবিতা।
বেশ ভালো।