আসক্ত দুপুর
এক দুপুরে তোমাকে আলিঙ্গনের ইচ্ছে দেখেই মেঘ কেঁদেছে খুব, আচানক যাই।
প্রখর রোদটা নিমিষে বিলিন হয়ে গেলো দেখেই,
অকূল পাথারে ভাসি।
মেঘের আবেগ দেখে দমকা বাতাস থামিয়ে দিয়েছিলাম, নিতান্তই বেখেয়ালে!
ভেবেছি রঙধনু উদিত হলে প্রাচীন ঢঙ্গে উল্লাসে মেতে উঠবো, প্রতি মুহূর্তে ।
সেই আশায় দৃষ্টিটাকে অবারিত করেছি পরম মোহান্ধে,
শুদ্ধ করেছি চেতনার অবশিষ্ট অংশবিশেষ।
জোড়া শালিকের দুই জোড়া ঠোঁট পরষ্পর ক্ষত সারাতে ব্যস্ত হয়ে ওঠে, আদিরস!
আমরাও পরম্পরার গানে কিঞ্চিৎ ব্যস্ত হয়ে উঠি, স্বাভাবিক নিয়মে।
ধীরে বহে সময়,
ধীরে বহে আবেগের ফল্গুধারা,
ধীরে-ধীরে ধীরলয়ে গোঙানির শব্দ ভাসে হাওয়ায় হাওয়ায়।
৩০/১১/১৩
১২:১৯am
প্রখর রোদটা নিমিষে বিলিন হয়ে গেলো দেখেই,
অকূল পাথারে ভাসি।
মেঘের আবেগ দেখে দমকা বাতাস থামিয়ে দিয়েছিলাম, নিতান্তই বেখেয়ালে!
ভেবেছি রঙধনু উদিত হলে প্রাচীন ঢঙ্গে উল্লাসে মেতে উঠবো, প্রতি মুহূর্তে ।
সেই আশায় দৃষ্টিটাকে অবারিত করেছি পরম মোহান্ধে,
শুদ্ধ করেছি চেতনার অবশিষ্ট অংশবিশেষ।
জোড়া শালিকের দুই জোড়া ঠোঁট পরষ্পর ক্ষত সারাতে ব্যস্ত হয়ে ওঠে, আদিরস!
আমরাও পরম্পরার গানে কিঞ্চিৎ ব্যস্ত হয়ে উঠি, স্বাভাবিক নিয়মে।
ধীরে বহে সময়,
ধীরে বহে আবেগের ফল্গুধারা,
ধীরে-ধীরে ধীরলয়ে গোঙানির শব্দ ভাসে হাওয়ায় হাওয়ায়।
৩০/১১/১৩
১২:১৯am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।