ফাগুন বন্দনা-৫
উপমায় রেখেছি চন্দন মেখে
যে ফুলের নেই কোন ভুল
ফাগুনে শিমুলের রাঙা রূপ দেখে
বাসন্তী কোকিল হয় মশগুল
কোকিলের সুরে বাজে রাঙা বসন্তের গান
অপরুপ প্রকৃতি রেঙেছে তাই লাজে
মর্মবেদনা যার বুঝেছে নীল আসমান
মৌন সুখ চেতনে ধরেছে, স্বীয় অঙ্গের ভাঁজে
ফাগুনের যাতনা কেবল ফাগুন বুঝে
দেখেছে ফাগুন রাত তৃষিত আকাল
ফাগুনের আগুন শীতল পরশ খুঁজে
মনের ফাগুন খোঁজে রাঙা সকাল
০১/১২/১৩
০৩:৩৯am
যে ফুলের নেই কোন ভুল
ফাগুনে শিমুলের রাঙা রূপ দেখে
বাসন্তী কোকিল হয় মশগুল
কোকিলের সুরে বাজে রাঙা বসন্তের গান
অপরুপ প্রকৃতি রেঙেছে তাই লাজে
মর্মবেদনা যার বুঝেছে নীল আসমান
মৌন সুখ চেতনে ধরেছে, স্বীয় অঙ্গের ভাঁজে
ফাগুনের যাতনা কেবল ফাগুন বুঝে
দেখেছে ফাগুন রাত তৃষিত আকাল
ফাগুনের আগুন শীতল পরশ খুঁজে
মনের ফাগুন খোঁজে রাঙা সকাল
০১/১২/১৩
০৩:৩৯am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।