চাঁদের শোক
তোমাকে চাঁদ দেখাবো বলে
যখন রেখেছি আকাশে চোখ
বাতাস এসে কানে কানে বলেছে
ঝরাপাতার কিছু শোক
শীতের কুয়াশা যখন
পরশ মেখেছে মনের আঙিনায়
কিছু তারা এসে ভর করেছে
পূবাল আকাশের গায়
অনুভবে তার চুপিচুপি কিছু কথা
বলে গেলো দক্ষিণা পবন
সুধাল চাঁদের আছে উতল যৌবন
দহন যন্ত্রণা যখন রটেছে
বেড়েছে দুঃখের বিলাপ
মরিয়া চাঁদ নিয়েছে মেনে শর্তহীন সংলাপ
দগ্ধ মনের খোঁজ যারা রেখেছে
তাদের জয় হোক
আর পাষাণে বেঁধেছি আমার বুক
লক্ষ্যে রয়েছি অটুট
২৮/১১/১৩
১২:৫০am
যখন রেখেছি আকাশে চোখ
বাতাস এসে কানে কানে বলেছে
ঝরাপাতার কিছু শোক
শীতের কুয়াশা যখন
পরশ মেখেছে মনের আঙিনায়
কিছু তারা এসে ভর করেছে
পূবাল আকাশের গায়
অনুভবে তার চুপিচুপি কিছু কথা
বলে গেলো দক্ষিণা পবন
সুধাল চাঁদের আছে উতল যৌবন
দহন যন্ত্রণা যখন রটেছে
বেড়েছে দুঃখের বিলাপ
মরিয়া চাঁদ নিয়েছে মেনে শর্তহীন সংলাপ
দগ্ধ মনের খোঁজ যারা রেখেছে
তাদের জয় হোক
আর পাষাণে বেঁধেছি আমার বুক
লক্ষ্যে রয়েছি অটুট
২৮/১১/১৩
১২:৫০am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুলতান মাহমুদ ২৮/১১/২০১৩ভালো হয়েছে
-
সায়েম খান ২৮/১১/২০১৩ভাল হয়েছে, ধন্যবাদ। আমার ব্লগে বেড়াতে আসবেন।
-
প্রবাসী পাঠক ২৭/১১/২০১৩চমতকার কবিতা ।