www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ও শহর আজব শহর

ও শহর, আজব শহর


একটি রাত তারার খেয়ালে
জেগে থাকে অবাক প্রহর
একটি চাঁদ ক্লান্ত হলে ঘুমের
কোলে ঢলে আজব শহর
শহরে নগর জমে
মাতে বাইজীর ঘর
ও শহর, আজব শহর

শহরের কোল ঘেঁষে জেগে ওঠে গঙ্গার চর
ক্লান্ত পথিক সাজে অচেনা লখিন্দর
বেহুলার খোঁজে চলে শিয়ালের শৌর
শিয়াল বুঝেছে রাত, দ্বি-প্রহর!
নগর গিয়েছে ছুটি
মাতে তাই বাইজীর ঘর
ও শহর, আজব শহর

ফেলনা ঘড়ির দামে ওঠে নিলামে
পায়না বাজার দর
কিসের মোহে ওঠে মেতে লালসায়
রাত হয় ভোর
রাখেনা কেউ খবর!
ও শহর, আজব শহর


২৫/১১/১৩
০২:১৪am
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast