ফাগুন বন্দনা-৩
ঘোমটা তুলে সাগর দেখ জায়া
তোমার জন্য ভীষণ কারো মায়া
হাতে নিয়ে চোখের কাজল জল
মিশিয়ে দিয়ে খোঁজ নাকো তল।
চোখের তারায় দেখ আকাশটাকে
রঙতুলির ওই ফাগুন কাকে ডাকে
বুকের ভেতর নীলের সমারোহ
কি ভেবেছো, মন চাই না দেহ?
নীলটা নাকি নিজেকে করে লীন
তোমার মাঝেই আপন হোক বিলীন
ভীষণ ব্যাথার সাগর আমার বুক
আকাশটা আজ থাকনা নিশ্চুপ।
২৫/১১/১৩
০১:১৩am
তোমার জন্য ভীষণ কারো মায়া
হাতে নিয়ে চোখের কাজল জল
মিশিয়ে দিয়ে খোঁজ নাকো তল।
চোখের তারায় দেখ আকাশটাকে
রঙতুলির ওই ফাগুন কাকে ডাকে
বুকের ভেতর নীলের সমারোহ
কি ভেবেছো, মন চাই না দেহ?
নীলটা নাকি নিজেকে করে লীন
তোমার মাঝেই আপন হোক বিলীন
ভীষণ ব্যাথার সাগর আমার বুক
আকাশটা আজ থাকনা নিশ্চুপ।
২৫/১১/১৩
০১:১৩am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ২৫/১১/২০১৩খুব সুন্দর।