www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফাগুন বন্ধনা

যদি বাগানের সব ফুল হারায় সুরভী,
তোমার সুবাসে আমি মাতিয়া রব,
উড়াবো দু'জনে চৈতী পবনে আকাশে তুলিয়া সাগর-ভৈরবী,
ফাগুন বন্ধনা করিব দু'জনে,নাচিয়া নাচিয়া করিব প্রণয় উৎসব।

যদি চাঁদের জোছনা করে বন্ধনা তোমারে করিয়া আপন,
জোনাকির নিভে-জ্বলা আলো বুকে করি ধারণ,
তবে কে আর চায় করিতে গোপণ?
করিতে নিজেরে সংবরণ!

যদি কানে কানে যায় রটিয়া,
নিশি-দিন ভেবে যায় কাটিয়া,
কার তরে আর ঘোচাব অনুরাগ
(অসমাপ্ত)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast