দুঃখের চিত্রকর
সুখী মানুষ দুঃখের চিত্রকর
অবান্তর এই সময়টুকু
শিল্পকলার খোরাক হলে তাতেও কোন আপত্তি নেই।
এতটা কাল একলা ছিলাম
ছিলাম বলেই আপন ছিলাম
বেঁচেছিলাম নিজেই নিজের মতো
তোমার রতির সঙ্গি না হয়, নাইবা হলাম
তাতেই তোমার বিষাদটুকু বাড়িয়ে দিলে যতো।
আমার জীবন আমার মতো
শুকনো মরিচ পাতার মতো
নির্বিবাদে এটাও না হয় বানের জলে সলিল হবে
দুঃখগুলো ভাসিয়ে নেবে খড়কুটো আর লতা-পাতার মতো।
অবান্তর এই সময়টুকু
শিল্পকলার খোরাক হলে তাতেও কোন আপত্তি নেই।
এতটা কাল একলা ছিলাম
ছিলাম বলেই আপন ছিলাম
বেঁচেছিলাম নিজেই নিজের মতো
তোমার রতির সঙ্গি না হয়, নাইবা হলাম
তাতেই তোমার বিষাদটুকু বাড়িয়ে দিলে যতো।
আমার জীবন আমার মতো
শুকনো মরিচ পাতার মতো
নির্বিবাদে এটাও না হয় বানের জলে সলিল হবে
দুঃখগুলো ভাসিয়ে নেবে খড়কুটো আর লতা-পাতার মতো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৯/১০/২০১৩ভালো হয়েছে।