পৃথিবীটা পুড়ে হয় রাতের আল্পনা
পৃথিবীটা পুড়ে হয় রাতের আল্পনা,
যে মন ভেঙ্গেছো তুমি,
তার আর জোড়াও লাগবে না,
আমি আজও শিখিনি ছলনা।
পুড়বো আমি বাকি জীবন
দ্রোহের অনলে,
তোমার দেয়া বিষাদে তাই আজও মন জ্বলে,
এতো নিষ্ঠুর তুমি কি করে হলে?
মরণের পরে যদি আরেক জনম থাকে,
সে জনমেও আমি আর
তোমাকে চাইবো না,
নিজে নিজে খুঁজে নিবো নিয়ত সান্ত্বনা,
বিষাদের নীল আর আকাশ নীলের কোন ব্যবধান খুঁজি না।
একবার ভেবেছিলাম ভালোবেসে যাবো মরণপণ,
সে কথা আমি আর রাখতেও পারবো না,
সব ভুলে অপার হবো, নিজেরে করিবো সমর্পণ
তবে, বাঁচার প্রয়োজনে তবু ক্ষমাও চাইবো না।
২৫/১০/১৩
১০:৫৪pm
যে মন ভেঙ্গেছো তুমি,
তার আর জোড়াও লাগবে না,
আমি আজও শিখিনি ছলনা।
পুড়বো আমি বাকি জীবন
দ্রোহের অনলে,
তোমার দেয়া বিষাদে তাই আজও মন জ্বলে,
এতো নিষ্ঠুর তুমি কি করে হলে?
মরণের পরে যদি আরেক জনম থাকে,
সে জনমেও আমি আর
তোমাকে চাইবো না,
নিজে নিজে খুঁজে নিবো নিয়ত সান্ত্বনা,
বিষাদের নীল আর আকাশ নীলের কোন ব্যবধান খুঁজি না।
একবার ভেবেছিলাম ভালোবেসে যাবো মরণপণ,
সে কথা আমি আর রাখতেও পারবো না,
সব ভুলে অপার হবো, নিজেরে করিবো সমর্পণ
তবে, বাঁচার প্রয়োজনে তবু ক্ষমাও চাইবো না।
২৫/১০/১৩
১০:৫৪pm
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৬/১০/২০১৩খুবই গভীর বিরহ আবেগের কবিতা।ভালো লাগলো
-
কবীর হুমায়ূন ২৬/১০/২০১৩ভালো।
-
জহির রহমান ২৫/১০/২০১৩আমিও আজও শিখিনি ছলনা।
- ভাল লিখেছেন। -
আহমাদ সাজিদ ২৫/১০/২০১৩খুবই ভাল লেগেছে। পৃথিবীটা পুড়ে হয় রাতের আল্পনা
সুন্দর কথা; আবেগের কথা। ধন্যবাদ
শুভেচ্ছা রইল, প্রিয় তারেক ...