www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পৃথিবীটা পুড়ে হয় রাতের আল্পনা

পৃথিবীটা পুড়ে হয় রাতের আল্পনা,
যে মন ভেঙ্গেছো তুমি,
তার আর জোড়াও লাগবে না,
আমি আজও শিখিনি ছলনা।

পুড়বো আমি বাকি জীবন
দ্রোহের অনলে,
তোমার দেয়া বিষাদে তাই আজও মন জ্বলে,
এতো নিষ্ঠুর তুমি কি করে হলে?

মরণের পরে যদি আরেক জনম থাকে,
সে জনমেও আমি আর
তোমাকে চাইবো না,
নিজে নিজে খুঁজে নিবো নিয়ত সান্ত্বনা,
বিষাদের নীল আর আকাশ নীলের কোন ব্যবধান খুঁজি না।

একবার ভেবেছিলাম ভালোবেসে যাবো মরণপণ,
সে কথা আমি আর রাখতেও পারবো না,
সব ভুলে অপার হবো, নিজেরে করিবো সমর্পণ
তবে, বাঁচার প্রয়োজনে তবু ক্ষমাও চাইবো না।



২৫/১০/১৩
১০:৫৪pm
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast