মিশ্র প্রতিক্রিয়া
একবার বৃষ্টির জন্য প্রতিবেশীর প্রার্থণায় শামিল হয়েছিলাম দূরন্ত চোখজোড়ার খোঁজে,
পাড়াময় গান গেয়ে মাতিয়েছিলাম ব্যাঙের বিবাহোত্তর সংবর্ধনা, বাইজীর মিথ্যা আশ্বাসে।
ফাগুনে কারো কারো বুকজুড়ে শ্রাবণ ঝরেছিল বলেই'ত মনের বন্দরে নোঙর করেছিলো বেনিয়ার প্রমোদতরী,
নন্দীগ্রামের মেলা শেষে বাড়ির পথ ঠাওরে নিতে আমার একটুও হয়নি দেরী।
গুমোট মেঘমালা কাঁদার লক্ষ্যে পেতেছিলো তপ্ত বালুকাবেলা,
কারো কারো চাঁদের আহবানে বক্ষে
আসে জোয়ার, আমার বিরাণ কারবালা।
২৪/১০/১৩
১২:৩৫am
পাড়াময় গান গেয়ে মাতিয়েছিলাম ব্যাঙের বিবাহোত্তর সংবর্ধনা, বাইজীর মিথ্যা আশ্বাসে।
ফাগুনে কারো কারো বুকজুড়ে শ্রাবণ ঝরেছিল বলেই'ত মনের বন্দরে নোঙর করেছিলো বেনিয়ার প্রমোদতরী,
নন্দীগ্রামের মেলা শেষে বাড়ির পথ ঠাওরে নিতে আমার একটুও হয়নি দেরী।
গুমোট মেঘমালা কাঁদার লক্ষ্যে পেতেছিলো তপ্ত বালুকাবেলা,
কারো কারো চাঁদের আহবানে বক্ষে
আসে জোয়ার, আমার বিরাণ কারবালা।
২৪/১০/১৩
১২:৩৫am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/১০/২০১৩চমৎকার হয়েছে।
-
আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩এতো সুন্দর কবিতা ...তবুও কেমন যেন করুণ সুর বাজলো...
প্রকাশটা দারুণ !