শব্দ সংক্রান্ত
শব্দ সংক্রান্ত জটিলতায়
কবিতা লেখা হয়ে উঠে না
গাওয়া হয়ে উঠে না গান
দেওয়া হয়ে উঠে না স্লোগান
বলা হয়ে উঠে না ভালোবাসি
বোধ সংক্রান্ত আলস্যে
বোঝা হয়নি তোমার মানসিকতা
পাখ-পাখালির সুনিপুণ পরম্পরার ব্যাতিব্যস্ততা
সাগরে ঢেউয়ের উন্মত্ততা
ঋতুর মেয়াদি পরিবর্তন
আবেগ সংক্রান্ত কাল্পনিক ছোঁয়ায়
চোখ টুইটুম্বর
সাগরের জোয়ার
পাহাড়ের নুয়ে পড়া
প্লাবনের ইঙ্গিত
স্পষ্টত:ই অদৃশ্য ও অস্পৃশ্য...
-২১ নভেম্বর' ২০১২
কবিতা লেখা হয়ে উঠে না
গাওয়া হয়ে উঠে না গান
দেওয়া হয়ে উঠে না স্লোগান
বলা হয়ে উঠে না ভালোবাসি
বোধ সংক্রান্ত আলস্যে
বোঝা হয়নি তোমার মানসিকতা
পাখ-পাখালির সুনিপুণ পরম্পরার ব্যাতিব্যস্ততা
সাগরে ঢেউয়ের উন্মত্ততা
ঋতুর মেয়াদি পরিবর্তন
আবেগ সংক্রান্ত কাল্পনিক ছোঁয়ায়
চোখ টুইটুম্বর
সাগরের জোয়ার
পাহাড়ের নুয়ে পড়া
প্লাবনের ইঙ্গিত
স্পষ্টত:ই অদৃশ্য ও অস্পৃশ্য...
-২১ নভেম্বর' ২০১২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩
-
প্রবাসী পাঠক ২৩/১০/২০১৩কবিতাটা ভাল লাগল। শুভ কামনা আপনার জন্য।
-
আহমাদ সাজিদ ২৩/১০/২০১৩সুন্দর হয়েছে
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/১০/২০১৩আরোও চমৎকার কবিতা প্রত্যাশা করি।যদিও সুন্দর হয়েছে।
আপনার কবিতারগুলোকে কেন যেন ব্যাখ্যা করতে পারি না...শুধু ভালোলাগার বোধটা অনুভব করি ।
অনেক শুভেচ্ছা রইল,
গাজী নাকি তারেক নাকি আজিজ ?
কোন নামে ডাকবো বলুন তো ?