আমি বিহঙ্গ
বিপরীত স্রোতে খুব বেশী করে সাঁতার কেটেছি,
উল্টো রথে হেঁটেছি কাঁটায় বিছানো পথ,
বহুদা পথ বেহুদাই মতের শপথ ভাঙ্গায়,
বিনিময় হীন সভ্যতার পরাভব আমাকে নি:সঙ্গ রেখেছিল যুগের পর যুগ।
এর বেশী একাকীত্বেও এখন আর ক্লান্তি আসে না,
বয়সে ঢের কেউ বাহুডোরে বেঁধেছিল মিছেমিছি,
তারে ভেবে এখন আর ভোর হয় না।
হয়েছিলো কি?
ভোরের কাব্য রচিতে রাত দেখা লাগে,
অন্তরালে থাকে জোছনার মাখামাখি,
শীতের কুয়াশা ধবল পূর্ণিমায় স্নান করে।
আমি বিহঙ্গ!
এত আবেগ কোথায় রাখি।
উল্টো রথে হেঁটেছি কাঁটায় বিছানো পথ,
বহুদা পথ বেহুদাই মতের শপথ ভাঙ্গায়,
বিনিময় হীন সভ্যতার পরাভব আমাকে নি:সঙ্গ রেখেছিল যুগের পর যুগ।
এর বেশী একাকীত্বেও এখন আর ক্লান্তি আসে না,
বয়সে ঢের কেউ বাহুডোরে বেঁধেছিল মিছেমিছি,
তারে ভেবে এখন আর ভোর হয় না।
হয়েছিলো কি?
ভোরের কাব্য রচিতে রাত দেখা লাগে,
অন্তরালে থাকে জোছনার মাখামাখি,
শীতের কুয়াশা ধবল পূর্ণিমায় স্নান করে।
আমি বিহঙ্গ!
এত আবেগ কোথায় রাখি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ২১/১০/২০১৩অনবদ্য ...বিশেষ করে লেখার স্টাইলটি দারুণ mature ...আমি মুগ্ধ...
-
নির্জন ১৪/১০/২০১৩আমি বিহঙ্গ।
এত্ত আবেগ কই রাখি। -
আরজু নাসরিন পনি ১৪/১০/২০১৩এর বেশি একাকিত্বে এখন আর ক্লান্তি আসে না...
কী সুন্দর প্রকাশ !
কবিতায় খুব ভালো লাগা রইল ।
নিরন্তর শুভকামনা রইল ।। -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৪/১০/২০১৩চমৎকার ভাব মূলক কবিতা।খুবই ভালো লাগলো।যদিও একটু জটিল মনে হয়েছে।তবে প্রচেষ্টা খুবই ভালো।ধন্যবাদ কবিতা র জন্য।ভালবাসা অহর্নিশ।শুভকামনা সবসময়।