প্রাগৈতিহাসিক-১
পৃথিবীর বুকে-
নৈশ আনন্দ ফোটে,
তারায়-তারায় করে মেলামেশা,
নীরব রাত্রিতো!
নিষ্পাপ কলঙ্কের বোঝা নিয়ে,
শুভ্র মানুষগুলোও
কেন এই ক্ষণে হয়,
পশুর মতো!
আর আমার-
প্রতিটি সময় প্রতিটি ক্ষণ,
নিরন্তর দগ্ধ হয়ে যাই,
বয়ে বেড়াই প্রাগৈতিহাসিক চিহ্ন!
নৈশ আনন্দ ফোটে,
তারায়-তারায় করে মেলামেশা,
নীরব রাত্রিতো!
নিষ্পাপ কলঙ্কের বোঝা নিয়ে,
শুভ্র মানুষগুলোও
কেন এই ক্ষণে হয়,
পশুর মতো!
আর আমার-
প্রতিটি সময় প্রতিটি ক্ষণ,
নিরন্তর দগ্ধ হয়ে যাই,
বয়ে বেড়াই প্রাগৈতিহাসিক চিহ্ন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ২১/১০/২০১৩দারুণ ...মুগ্ধতা...
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/১০/২০১৩চমৎকার হয়েছে।ধন্যবাদ আপনার কবিতা র জন্য।শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য।
-
আরজু নাসরিন পনি ১৪/১০/২০১৩বাহ্ প্রাগৈতিহাসিক দারুণ কবিতাতো ...পড়তে বেশ লাগলো ।
মডারেশন পেরিয়ে দ্বিতীয় পোস্টটি প্রকাশ হয়েছে... দেখার আমন্ত্রণ রইল ।।