জলজ ঠোঁট
রেখেছি যতনে কবিতার অপূর্ব কিছু সঙ্গম বোধ,
ওপাশে সরিয়ে রাখো কাঙ্গালের অনুরোধ।
যে পারেনা নাড়াতে তুমুল,
তাকে নাড়াতে আমি কৃত্রিম পাথরে ফোটাই ফুল।
সারিয়ে তোল, নিজেও সেরে ওঠো,
প্রতিষেধক করে তোল এই জলজ ঠোঁট।
ওপাশে সরিয়ে রাখো কাঙ্গালের অনুরোধ।
যে পারেনা নাড়াতে তুমুল,
তাকে নাড়াতে আমি কৃত্রিম পাথরে ফোটাই ফুল।
সারিয়ে তোল, নিজেও সেরে ওঠো,
প্রতিষেধক করে তোল এই জলজ ঠোঁট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।