তুমি চন্দ্র বানাও
আমার এই দুটি চোখ দেখেনি তোমাকে
দেখেছে সুন্দর দুনিয়া
সৃষ্টির কল্যাণে তোমাকে কাছে পাই
বিশ্বাসে স্বরি শুধু শুনিয়া
মনন দিয়েছো কাঙ্গাল হৃদয়ে যাইযে স্বপ্ন বুনিয়া।
এইযে আকাশখানা মেলেছো ধরিয়া
মায়াবী পরশ দিয়েছো জুড়িয়া
কোমল মেঘ যায় উড়িয়া
রোদের ছলাকলা জানে পবন যায় তুড়িয়া তুড়িয়া
এইযে রাত্রি দিয়েছো চাঁদ দিয়েছো তারা দিয়েছো জোছনা দিয়েছো মেলে
তোমার নিয়ামত
ভুলিবো কিভাবে এতযে শান্তি পেলে
০৩/১০/১৩
১০:০০am
দেখেছে সুন্দর দুনিয়া
সৃষ্টির কল্যাণে তোমাকে কাছে পাই
বিশ্বাসে স্বরি শুধু শুনিয়া
মনন দিয়েছো কাঙ্গাল হৃদয়ে যাইযে স্বপ্ন বুনিয়া।
এইযে আকাশখানা মেলেছো ধরিয়া
মায়াবী পরশ দিয়েছো জুড়িয়া
কোমল মেঘ যায় উড়িয়া
রোদের ছলাকলা জানে পবন যায় তুড়িয়া তুড়িয়া
এইযে রাত্রি দিয়েছো চাঁদ দিয়েছো তারা দিয়েছো জোছনা দিয়েছো মেলে
তোমার নিয়ামত
ভুলিবো কিভাবে এতযে শান্তি পেলে
০৩/১০/১৩
১০:০০am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১২/১০/২০১৩খুবই চমৎকার আপনার বর্ননা সৃষ্টি কর্তার।খুব ভালো সবসময়ের মতো।ধন্যবাদ কবিতার জন্য।শুভকামনা রইল।
-
মাহমুদ নাহিদ ১১/১০/২০১৩খুব ভালো লাগলো গাজী তারেক আজিজ ভাই ।আশা করি আমার লেখা পড়ে দেখবেন ।
-
আরজু নাসরিন পনি ১১/১০/২০১৩বাহ্, কবিতা দ্বারা স্রষ্টার প্রতি ভালোবাসার প্রকাশটা খুব ভালো লাগলো ।
আপনার কাছে বিশেষ কৃতজ্ঞতা জানাই এই কারণে যে, আপনার ফেসবুক ওয়ালে শেয়ার দেয়া লিঙ্ক -এর সুত্র থেকেই এতো সুন্দর গোছানো একটা ব্লগের সন্ধান পেয়েছি ।
অনেক শুভকামনা জানাই ।।