আমার আর কান্না আসে না
বৃষ্টির সাথে মেঘের জমে নগ্ন লুকোচুরি
মেঘের সাথে বজ্রের চলে নির্মম বাহাদুরী
জোছনার অকুন্ঠ সোহাগে মরিয়া হল
অতলস্পর্শী সাগরের বিহ্বল জল
আমার আর কাঁদা হলো না
কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল আসক্ত শিশিরের ছল
আকাশটাও ছেয়ে গিয়েছিল নিশুতি বেদনায় প্রবল
বৈরী অনুরাগ মাতম তুলেছিল
স্বীয় অনুভবে থেকেছিল খুউব অটল
আমার আর কান্না পেলো না
কারো গাঙে যদি জাগে চর
বিকট শব্দে কান্নাকে স্বাগত জানাই
আকাশ কাঁদে কাঁদুক
তার উপরেই হই থেকে থেকে একান্ত নির্ভর
আমার আর কান্না আসে না
০৮/১০/১৩
০২:১৭am
মেঘের সাথে বজ্রের চলে নির্মম বাহাদুরী
জোছনার অকুন্ঠ সোহাগে মরিয়া হল
অতলস্পর্শী সাগরের বিহ্বল জল
আমার আর কাঁদা হলো না
কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল আসক্ত শিশিরের ছল
আকাশটাও ছেয়ে গিয়েছিল নিশুতি বেদনায় প্রবল
বৈরী অনুরাগ মাতম তুলেছিল
স্বীয় অনুভবে থেকেছিল খুউব অটল
আমার আর কান্না পেলো না
কারো গাঙে যদি জাগে চর
বিকট শব্দে কান্নাকে স্বাগত জানাই
আকাশ কাঁদে কাঁদুক
তার উপরেই হই থেকে থেকে একান্ত নির্ভর
আমার আর কান্না আসে না
০৮/১০/১৩
০২:১৭am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০৮/১০/২০১৩ভালো লাগল