স্লোগান
হৃদয়ের লেনাদেনা প্রশ্নবিদ্ধ হলে,
মুখরিত হতে এ মিছিলে এসো,
এসো সংলাপে,
এসো বসন্তের বাতাবরণে,
এসো বাতাবর্ত বাথানিয়া হয়ে।
মিছিলে যারা অগ্রভাগে থাকে,
স্লোগানে যারা উন্মত্ত,
তাদের জানাই স্যালুট!
এ মিছিল আমার একার নয়,
এ মিছিল সর্বহারা হৃদয় পোড়া যুবকের!
জীবন্ত চিতার আগুনে যারা পোড়ে,
ছাই হয়না ভস্ম হয়না,
তবু-
থাকেনা অবশিষ্ট কিছু, কোন আশ্বাস!
হায়রে কৃষ্ণনারী এতোই ভয়াল বুঝি তোর তাঁতালো নি:শ্বাস?
মুখরিত হতে এ মিছিলে এসো,
এসো সংলাপে,
এসো বসন্তের বাতাবরণে,
এসো বাতাবর্ত বাথানিয়া হয়ে।
মিছিলে যারা অগ্রভাগে থাকে,
স্লোগানে যারা উন্মত্ত,
তাদের জানাই স্যালুট!
এ মিছিল আমার একার নয়,
এ মিছিল সর্বহারা হৃদয় পোড়া যুবকের!
জীবন্ত চিতার আগুনে যারা পোড়ে,
ছাই হয়না ভস্ম হয়না,
তবু-
থাকেনা অবশিষ্ট কিছু, কোন আশ্বাস!
হায়রে কৃষ্ণনারী এতোই ভয়াল বুঝি তোর তাঁতালো নি:শ্বাস?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ২১/১০/২০১৩দারুণ ...
-
Înšigniã Āvî ০৫/১০/২০১৩অসাধারণ.....