বেদনার গীতি
শব্দগুলো আজ উচ্ছ্বসিত যৌবনে পা রেখেছে,
চন্দ্রাহত যুবকের আজ বরফ দুঃসময়,
নির্মাণ করে চলে বিদীর্ণ পিরামিড,
সেই শব্দগুচ্ছ আজ প্রায় প্রান্তসীমায়।
মরে যেতে যেতে যেন বেঁচে যায়!
বেদনারা সংসার পাতে,
অপর কোন নির্মমতার সাথে,
একে-ওকে দংশন করে ঘোর অমাবশ্যার রাতে,
কারো কারো মমি হওয়া ভালো মানায়।
বেঁচে যেতে যেতে কেন মরে যায়?
চন্দ্রাহত যুবকের আজ বরফ দুঃসময়,
নির্মাণ করে চলে বিদীর্ণ পিরামিড,
সেই শব্দগুচ্ছ আজ প্রায় প্রান্তসীমায়।
মরে যেতে যেতে যেন বেঁচে যায়!
বেদনারা সংসার পাতে,
অপর কোন নির্মমতার সাথে,
একে-ওকে দংশন করে ঘোর অমাবশ্যার রাতে,
কারো কারো মমি হওয়া ভালো মানায়।
বেঁচে যেতে যেতে কেন মরে যায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০৪/১০/২০১৩বাহ........
-
ইব্রাহীম রাসেল ০৪/১০/২০১৩আপনার লেখা ভালো যারা লেখে এমন ৫ জনের মধ্যে পড়ে
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৪/১০/২০১৩দুনিয়ায় বেদনার জয় জয়কার
চারিদিকে আর্তনাদ আর ভয়ানক হাহাকার
খুব যুক্তিসঙ্গত প্রশ্ন। যদিও উত্তর জানা নেই। চমৎকার