জনম সমুদ্র ও সংস্পর্শ
এক.
জনম সমুদ্র
তোমার জন্য হাত দু'খানি খুব পরিপাটি
তোমার জন্য নিমগ্ন যার চোরাবালি অধ্যায়
খুব না হলে তোমার জন্য আলসেমীটা নেই
নিত্য যখন সন্যাসী প্রেম খুব হাবুডুবু
চাঁদের বানে মন উচাটন
গভীর রাতে জনম সমুদ্রে একলা হাঁটি।
দুই.
সংস্পর্শ
নির্মাণ চেয়ে ধ্বংসের কাছাকাছি ঠেকে আকুল নিবেদন
বেহুলার ঘরে ঢুকে সুঁইচোরা প্রভু
পিদিমের ঔদ্ধত্য খুব বেদনাদায়ক
নির্বাসন অথবা আগ্রাসন মর্মবেদনার কোমল ভণিতা
পেরেক ঠুকে প্রাকৃতিক কাঠুরিয়া, হুলস্থুল!
বিবর্ণ বেদনারা ওঁত পেতে থাকে রাত্রির বিমর্ষ উদযাপনে
কাঙ্গালের ক্রোধ, বেকুবের আস্ফালন সমবেত উচ্চারণে স্তিমিত হয় কি?
জনম সমুদ্র
তোমার জন্য হাত দু'খানি খুব পরিপাটি
তোমার জন্য নিমগ্ন যার চোরাবালি অধ্যায়
খুব না হলে তোমার জন্য আলসেমীটা নেই
নিত্য যখন সন্যাসী প্রেম খুব হাবুডুবু
চাঁদের বানে মন উচাটন
গভীর রাতে জনম সমুদ্রে একলা হাঁটি।
দুই.
সংস্পর্শ
নির্মাণ চেয়ে ধ্বংসের কাছাকাছি ঠেকে আকুল নিবেদন
বেহুলার ঘরে ঢুকে সুঁইচোরা প্রভু
পিদিমের ঔদ্ধত্য খুব বেদনাদায়ক
নির্বাসন অথবা আগ্রাসন মর্মবেদনার কোমল ভণিতা
পেরেক ঠুকে প্রাকৃতিক কাঠুরিয়া, হুলস্থুল!
বিবর্ণ বেদনারা ওঁত পেতে থাকে রাত্রির বিমর্ষ উদযাপনে
কাঙ্গালের ক্রোধ, বেকুবের আস্ফালন সমবেত উচ্চারণে স্তিমিত হয় কি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩দারুণ লাগলো, চলুক আরো
-
Înšigniã Āvî ০২/১০/২০১৩দুর্দান্ত.....
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০২/১০/২০১৩অন্যরকম ভালো। ভাষা নেই প্রশংসা করার।
শব্দের যোগ্যতা নেই অনুভূতি প্রকাশ করার।