বান্দা চাহে খোদার পরশ(ইসলামী গান)
যদি বান্দা চাহে খোদার পরশ,
নূরের আলো জ্বালিয়ে দাও
রাত্রি জেগে যে জপে আল্লাহ
তার সে রাত মহিমায় রাঙিয়ে দাও
বান্দাকে করো পূণ্যময়...
বান্দা বান্দা বান্দার সকল নিয়তের ফজিলত বরকতময়
সৃষ্টির কিনারা পায়না কুলীন অতল চিন্তায় মগ্ন রয়
দমে দমে প্রাণ ফিরে পায় ওহে করুণাময়
মানববন্ধন সুদৃঢ় করো
বান্দাকে করো পূণ্যময়...
দিলের রহম পূর্ণ করো ইবাদতের উছিলায়
জীবে দয়ার কল্যাণে জানি বিধাতাই যে তুষ্টি পায়
পাহাড়-পর্বত, ধূলি-কণা কাঁপে সব ইশারায়
ঈমানী শক্তি কর পরখ, রোজকার কল্পনায়
মানব পূণ্য বিকশিত করো
জনম করো শান্তিময়
বান্দাকে করো পূণ্যময়...
সৃষ্টিতে পাই স্রষ্টার বিস্ময়
মানবজনমটাই মিছে
স্রষ্টার কাছে নিজেরে সঁপিলে আপনা আর কি আছে
সত্য-ন্যায়ের দিশারী করো খোদা
জীবন করো মঙ্গলময়
বান্দাকে করো পূণ্যময়...
০১/১০/১৩
১১:৫০pm
নূরের আলো জ্বালিয়ে দাও
রাত্রি জেগে যে জপে আল্লাহ
তার সে রাত মহিমায় রাঙিয়ে দাও
বান্দাকে করো পূণ্যময়...
বান্দা বান্দা বান্দার সকল নিয়তের ফজিলত বরকতময়
সৃষ্টির কিনারা পায়না কুলীন অতল চিন্তায় মগ্ন রয়
দমে দমে প্রাণ ফিরে পায় ওহে করুণাময়
মানববন্ধন সুদৃঢ় করো
বান্দাকে করো পূণ্যময়...
দিলের রহম পূর্ণ করো ইবাদতের উছিলায়
জীবে দয়ার কল্যাণে জানি বিধাতাই যে তুষ্টি পায়
পাহাড়-পর্বত, ধূলি-কণা কাঁপে সব ইশারায়
ঈমানী শক্তি কর পরখ, রোজকার কল্পনায়
মানব পূণ্য বিকশিত করো
জনম করো শান্তিময়
বান্দাকে করো পূণ্যময়...
সৃষ্টিতে পাই স্রষ্টার বিস্ময়
মানবজনমটাই মিছে
স্রষ্টার কাছে নিজেরে সঁপিলে আপনা আর কি আছে
সত্য-ন্যায়ের দিশারী করো খোদা
জীবন করো মঙ্গলময়
বান্দাকে করো পূণ্যময়...
০১/১০/১৩
১১:৫০pm
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০২/১০/২০১৩তোমার পরশ পেলে হৃদয় দুয়ার খোলে রূহের যাত্রা হয় আরশের পানে। এমন আকুলতা সত্যিই দুর্লভ
-
Înšigniã Āvî ০২/১০/২০১৩খুব ভাল
-
ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩মাশা আল্লাহ, মারহাবা, চলুক আরো দু একটা গাজী ভাই
-
দাদা মুহাইমিন চৌধূরী ০১/১০/২০১৩অসাধারন সুন্দর গান। আরো বেশি বেশি লিখেন ভাই
-
শফিক মাহমুদ ০১/১০/২০১৩""সৃষ্টিতে প স্রষ্টার বিস্ময়য়""
খুব ভালো লেগেছে।