সত্য ভাষণ
যে সময়টা আমার বিশ্বস্ত ছিলো,
সেই সময়টাই বৈরী এখন।
আমার সময়জ্ঞান লোপ পেয়েছে!
যতদূর থেকে অনুভূত চাঁদের আলো চোখের কিনারে ঘেঁষে,
তারও দিগুণ কোমলতায় ছিলাম তার পাশে,
এতোটা কাছাকাছি থাকার পরও।
আমার অনুভূতিগুলো রুগ্ন হয়েছে!
তার কাছে 'সইত্য' ছিলাম,
নিরাপদও রেখেছিলাম তাকে,
আড়ালে রেখেছিলাম প্রান্ত সময়টাকে,
আস্থার সংকট এখন এতোই প্রকট।
আমার নিরাপত্তায় বিঘ্ন ঘটেছে!
কারো কারো উদ্বেগ বেড়েছে!
সেই সময়টাই বৈরী এখন।
আমার সময়জ্ঞান লোপ পেয়েছে!
যতদূর থেকে অনুভূত চাঁদের আলো চোখের কিনারে ঘেঁষে,
তারও দিগুণ কোমলতায় ছিলাম তার পাশে,
এতোটা কাছাকাছি থাকার পরও।
আমার অনুভূতিগুলো রুগ্ন হয়েছে!
তার কাছে 'সইত্য' ছিলাম,
নিরাপদও রেখেছিলাম তাকে,
আড়ালে রেখেছিলাম প্রান্ত সময়টাকে,
আস্থার সংকট এখন এতোই প্রকট।
আমার নিরাপত্তায় বিঘ্ন ঘটেছে!
কারো কারো উদ্বেগ বেড়েছে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩--দারুণ লিখেছেন--
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৮/০৯/২০১৩সময়টা আমার হলে
সত্যি বলছি সব কিছু পাল্টে দিতাম
চমৎকার কবিতা -
Înšigniã Āvî ২৮/০৯/২০১৩সত্য....