www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভূবন নাওয়ের মাঝি (গান)

ভূবন নাওয়ের মাঝিরে
তোর দরিয়ায় জোয়ার আইলে আমায় ডুবাইস না
মন পবনের নাও
আউলা দীঘল বাও
মাঝ দরিয়ায় যাইয়া ও তুই কূল হারাইস না
তোর পরাণে আমার পরাণ বান্ধিয়াছিরে
ভূবন নাওয়ের মাঝিরে

নিত্য আমি তোরই মতো তরী বাইতে জানি
এক লাফেতে আসমান ধরি
পড়লে ধরি পানি
আসমান-জমিন দুই দিগন্ত মইধ্যে ঢেউয়ের উস্কানি
অকূল কূলের দিশা আমায় ধরে টানি

তোর তরীখান আমার কাছে জীবন মনে হয়
তোর এই তরী আমার মনে ধরায় যত ভয়
ঢেউয়ে ঢেউয়ে জীবন তরীর সময় হইলো পার
জীবনতরী-দইররা মিলে পাতিলাম সংসার

ছিড়িলি পাল, হারাইলি কূল
উথালপাথাল গাঙে ঢেউয়ের জোয়ার আইলোরে
ভূবন নাওয়ের মাঝিরে

২৮/০৯/১৩
০১:৩০am
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ২৮/০৯/২০১৩
    বাহ........ কী চমত্কার লেখনী,
    খুব সুন্দর গান মনে হয় ।
  • অসাধারন লিখেন। গান বের করেননা কেন আপনি?
    • গাজী তারেক আজিজ ২৮/০৯/২০১৩
      অসাধারণ লিখি!
      ভালো থাকুন।
      • আপনি কি সুর ও করেন?
 
Quantcast