বাইজীর সংসার
বিদর্ভ নগর তোমাকে চেনে
আরো চেনে সন্যাসী নাগর
তোমার অতিমাত্রায় নাগরিক হয়ে ওঠা
আমাকে পৈশাচিক করে তোলে।
এতটা নাগরিক না হলেও নগর চলে!
বারবার তাঁতিয়ে তোলে
মিথ্যার প্রশ্রয়ে গড়ে ওঠা
তাবৎ প্রেমিক শহর।
তুমি এতটাই নাগরিক
মানবিক জোয়ার নেই অথচ উত্তাল সাগর।
যে শহরে আবাল্য বেড়ে ওঠা
সে শহর আমার নয়!
বো-কা পু রু ষ!
এর বেশি মানবিকতা কে শেখাবে কাকে?
কে দেখাবে এ শহরেও বাঁধা যায় ঘর
চলমান নাগর নিয়ে দিব্যি চালানো যায় বাইজীর স্থায়ী সংসার!
আরো চেনে সন্যাসী নাগর
তোমার অতিমাত্রায় নাগরিক হয়ে ওঠা
আমাকে পৈশাচিক করে তোলে।
এতটা নাগরিক না হলেও নগর চলে!
বারবার তাঁতিয়ে তোলে
মিথ্যার প্রশ্রয়ে গড়ে ওঠা
তাবৎ প্রেমিক শহর।
তুমি এতটাই নাগরিক
মানবিক জোয়ার নেই অথচ উত্তাল সাগর।
যে শহরে আবাল্য বেড়ে ওঠা
সে শহর আমার নয়!
বো-কা পু রু ষ!
এর বেশি মানবিকতা কে শেখাবে কাকে?
কে দেখাবে এ শহরেও বাঁধা যায় ঘর
চলমান নাগর নিয়ে দিব্যি চালানো যায় বাইজীর স্থায়ী সংসার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২৬/০৯/২০১৩১ম ৪ স্তবকে পুরুষের কথা,শেষ স্তবকে বাঈজির কথা।---ঠিকই আছে।*ভাল কবিতা।
-
নির্ঝর রাজু ২৬/০৯/২০১৩দাদা, ব্লগে নতুন! ভুল হলে মাফ করবেন| বলি, *তুমি* চরিত্র থেকে *বাইজির সংসার*!...কেমন একটা হোচট খেলাম কবিতা প্লটে!
তবে কবিতায় ভাবের গভীরতা বিশাল, ভাবনায় হারিয়ে যাই!
-বিনিত
(তবে আশা করি আমার ছাইপাস ব্লগে একটু দেখা পাবো দাদাদের) -
বিশ্বজিৎ বণিক ২৬/০৯/২০১৩অসাধারণ লেগেছে ।
-
মুকিত ২৬/০৯/২০১৩অত্যন্ত ভাল লাগলো।
-
Înšigniã Āvî ২৬/০৯/২০১৩অনবদ্য.......
গভীর চেতনার প্রকাশ । -
ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩--বরাবরই একটু ভিন্ন বিষয়ে আপনার লেখার প্রচেষ্টা। বেশ ভালো তারেক ভাই--