যৌবনের দূত
আঁতুড় ঘরে শিশ্ন নাড়িয়ে জানান দিয়েছিল যে দাই,
আজ তার চুল পেঁকেছে।
শৈশবে কৈশোরের বর্ধিষ্ণু যৌবন আমাকে টেনেছিলো কাছে।
উস্কানি দিয়েছিল খুব!
কৈশোরকে সংক্ষিপ্ত করে যৌবনের দূত হতে।
নির্দিধায় তুমি-আমি ভাংচুর করি সময়ের টানাপোড়েন,
মিটিয়ে ফেলি পুরোনো লেনদেন।
অতিদূরে নিরন্তর বেজে চলে বিদায়ের সম্পূরক গান,
সময় হলে আমিও যাবো প্রথামতে।
ভাসিয়েছ বহুবার আবেগ স্রোতে।
আজ তার চুল পেঁকেছে।
শৈশবে কৈশোরের বর্ধিষ্ণু যৌবন আমাকে টেনেছিলো কাছে।
উস্কানি দিয়েছিল খুব!
কৈশোরকে সংক্ষিপ্ত করে যৌবনের দূত হতে।
নির্দিধায় তুমি-আমি ভাংচুর করি সময়ের টানাপোড়েন,
মিটিয়ে ফেলি পুরোনো লেনদেন।
অতিদূরে নিরন্তর বেজে চলে বিদায়ের সম্পূরক গান,
সময় হলে আমিও যাবো প্রথামতে।
ভাসিয়েছ বহুবার আবেগ স্রোতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৫/০৯/২০১৩
-
ইব্রাহীম রাসেল ২৫/০৯/২০১৩--দারুণ উপস্থাপনা তারেক ভাই--
-
সহিদুল হক ২৫/০৯/২০১৩সময় কে যদি হার মানানো যেত !--যদি জীবন-কালের ৯০%ই যৌবনের উদ্যম ধরে রাখা যেত তো বেশ হতো।তবে মনটাকে চির-সবুজ রাখা যেতেই পারে।
খুব ভাল উপস্থাপনা ।