মমি ও মোম
তোমাকে মমি করে রাখবো ঘন্টা আধেক
সময়টুকু শ্লথ করে সূর্যটাকে বসিয়ে রাখবো ঠিক মাথার উপরে
দিবানিদ্রায় সারিয়ে তুলবো বাকিটা অসুখ
একটুও ক্লান্ত হবনা
পিঁপড়েরা সারি সারি অপূর্ব বাহারী ঢঙ্গে চালায় জীবিকার অনিবার্য গান
মোম ভেবে মুখে তুলে আবার ওগলায়
বেঁচে যায় চিরনিদ্রায় শায়িত ইনকা শিশু
মমি ও মোম তপ্তরোদেও অক্ষতই থাকে
সময়টুকু শ্লথ করে সূর্যটাকে বসিয়ে রাখবো ঠিক মাথার উপরে
দিবানিদ্রায় সারিয়ে তুলবো বাকিটা অসুখ
একটুও ক্লান্ত হবনা
পিঁপড়েরা সারি সারি অপূর্ব বাহারী ঢঙ্গে চালায় জীবিকার অনিবার্য গান
মোম ভেবে মুখে তুলে আবার ওগলায়
বেঁচে যায় চিরনিদ্রায় শায়িত ইনকা শিশু
মমি ও মোম তপ্তরোদেও অক্ষতই থাকে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩
-
সহিদুল হক ২৪/০৯/২০১৩মমি ও মোম তপ্ত রোদেও অক্ষত থাকে"--এরই নাম যথার্থ কবিতা।
আমার কৌতুক-দুটো পড়ে হাসাতে পেরেছি কি না জানাবেন কিন্তু।এখানেই কৌতুক লেখার হাতে খড়ি হলো তো,কেমন হয়েছে বুঝতে পারছি না। -
নাজমুন নাহার ২৪/০৯/২০১৩বাহ ! বেশ লাগলো ।ইনকা শিশুর উল্লেখটা বেশ দারুন ।
দারুন কবিতা