রুপালী চাঁদ(গান)
রুপালী চাঁদ সোনালি সময় তোর কাছে রেখে গেলাম
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
তুই যদি কখনও একা থাকিস
চৈতালী পবনে খবর দিস
আমাকে সঙ্গে রাখিস
রুপালী চাঁদ সোনালি সময় তোর কাছে রেখে গেলাম
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
এইযে আমি এতো উদাসী
মনের খবর তুই নিস না যেই
নদীর কিনারে বসে শুনে গর্জন
পাখিদের কাকলী হতাম
নিঃস্ব আমি বারেবারে তাই প্রকৃতির মাঝে শুধু নিজেকে হারাই
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
রুপালী চাঁদ সোনালি সময় তোর কাছে রেখে গেলাম
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
কানামাছি জীবন আর ভালো লাগে না
ঘাসফড়িং জীবনে তাই পা বাড়ালাম
বোধের আয়ু যদি কখনো ফুরায়
লালিত স্বপ্নেরা সব দিগন্ত ছাড়ায়
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
রুপালী চাঁদ সোনালি সময় তোর কাছে রেখে গেলাম
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
তুই যদি কখনও একা থাকিস
চৈতালী পবনে খবর দিস
আমাকে সঙ্গে রাখিস
রুপালী চাঁদ সোনালি সময় তোর কাছে রেখে গেলাম
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
18/09/13
11:01am
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
তুই যদি কখনও একা থাকিস
চৈতালী পবনে খবর দিস
আমাকে সঙ্গে রাখিস
রুপালী চাঁদ সোনালি সময় তোর কাছে রেখে গেলাম
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
এইযে আমি এতো উদাসী
মনের খবর তুই নিস না যেই
নদীর কিনারে বসে শুনে গর্জন
পাখিদের কাকলী হতাম
নিঃস্ব আমি বারেবারে তাই প্রকৃতির মাঝে শুধু নিজেকে হারাই
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
রুপালী চাঁদ সোনালি সময় তোর কাছে রেখে গেলাম
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
কানামাছি জীবন আর ভালো লাগে না
ঘাসফড়িং জীবনে তাই পা বাড়ালাম
বোধের আয়ু যদি কখনো ফুরায়
লালিত স্বপ্নেরা সব দিগন্ত ছাড়ায়
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
রুপালী চাঁদ সোনালি সময় তোর কাছে রেখে গেলাম
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
তুই যদি কখনও একা থাকিস
চৈতালী পবনে খবর দিস
আমাকে সঙ্গে রাখিস
রুপালী চাঁদ সোনালি সময় তোর কাছে রেখে গেলাম
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
18/09/13
11:01am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ১৮/০৯/২০১৩--বাহ, দারুণ, শেষে এসে লাগলো ভালো--
-
সালমান মাহফুজ ১৮/০৯/২০১৩কথা তো বেশ ভালোই হয়েছে ।