সংবর্ধনা চাই না
রক্তের দামে যদি মৌনতা কিনি,
ভীষণ অপরাধী হবো!
হৃদয়ের দামে যদি যৌনতা চিনি,
পঙ্কিলতায় পা বাড়াবো!
একটি ফুলের বিনিময়ে যদি এতটুকু হাসি পাই,
সেই ফুল সাথে করে বিশ্বজয়ের কান্ডারী হবো।
তবে সংবর্ধনা চাই না!
চারা গাছে ফুল হৃদয় ব্যাকুল,
মুগ্ধতা সাথে করে সুবাস ছড়াবো।
হবেনা আপোষ কখনও মায়ের সম্ভ্রমের,
আমি মায়ের সন্তান।
হবেনা আপোষ কখনও দেশের গৌরবের,
আমি এই দেশের নাগরিক।
গৌরবদ্বীপ্ত সময়েও সংবর্ধনা চাই না!
রক্তের দামে যদি মৌনতা কিনি,
ভীষণ অপরাধী হবো!
হৃদয়ের দামে যদি যৌনতা চিনি,
পঙ্কিলতায় পা বাড়াবো!
একমাত্র ছেলে যদি পিতার কাঁধে চড়ে লাশ হয়ে,
যে মাটিতে মিশে থাকে রক্তের ঘ্রাণ,
যে বাতাসে নিশ্বাস নিতে আমার কষ্ট হয়,
লাল গালিচায় যদি মিশে থাকে রক্তের ছোপ ছোপ দাগ,
তার উপর ভর দিয়ে-
আমি সংবর্ধনা চাই না!
একমাত্র বোনের উপর বিনাদোষে যদি শওয়ার হয় বেগানা নারীর তকমা,
তবে ধর্ম চিনি না আমি,
মানবতা চিনি।
রক্তের দাম দিয়ে ইজ্জ্বত কিনি!
রক্তের দামে যদি মৌনতা কিনি,
ভীষণ অপরাধী হবো!
হৃদয়ের দামে যদি যৌনতা চিনি,
পঙ্কিলতায় পা বাড়াবো!
০৫/০৯/১৩
০৭:০৪ pm
ভীষণ অপরাধী হবো!
হৃদয়ের দামে যদি যৌনতা চিনি,
পঙ্কিলতায় পা বাড়াবো!
একটি ফুলের বিনিময়ে যদি এতটুকু হাসি পাই,
সেই ফুল সাথে করে বিশ্বজয়ের কান্ডারী হবো।
তবে সংবর্ধনা চাই না!
চারা গাছে ফুল হৃদয় ব্যাকুল,
মুগ্ধতা সাথে করে সুবাস ছড়াবো।
হবেনা আপোষ কখনও মায়ের সম্ভ্রমের,
আমি মায়ের সন্তান।
হবেনা আপোষ কখনও দেশের গৌরবের,
আমি এই দেশের নাগরিক।
গৌরবদ্বীপ্ত সময়েও সংবর্ধনা চাই না!
রক্তের দামে যদি মৌনতা কিনি,
ভীষণ অপরাধী হবো!
হৃদয়ের দামে যদি যৌনতা চিনি,
পঙ্কিলতায় পা বাড়াবো!
একমাত্র ছেলে যদি পিতার কাঁধে চড়ে লাশ হয়ে,
যে মাটিতে মিশে থাকে রক্তের ঘ্রাণ,
যে বাতাসে নিশ্বাস নিতে আমার কষ্ট হয়,
লাল গালিচায় যদি মিশে থাকে রক্তের ছোপ ছোপ দাগ,
তার উপর ভর দিয়ে-
আমি সংবর্ধনা চাই না!
একমাত্র বোনের উপর বিনাদোষে যদি শওয়ার হয় বেগানা নারীর তকমা,
তবে ধর্ম চিনি না আমি,
মানবতা চিনি।
রক্তের দাম দিয়ে ইজ্জ্বত কিনি!
রক্তের দামে যদি মৌনতা কিনি,
ভীষণ অপরাধী হবো!
হৃদয়ের দামে যদি যৌনতা চিনি,
পঙ্কিলতায় পা বাড়াবো!
০৫/০৯/১৩
০৭:০৪ pm
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/০৯/২০১৩হৃদয় গহীনে থাকা উত্তপ্ত বাক্য গুলোর এত সুনিপুণ বর্ননা! সত্যিই অসাধারণ।আপনার জাগ্রত বিবেকে জানাই হাজার সালাম।
-
রোদের ছায়া ১৬/০৯/২০১৩দেশ কে নিয়ে আপ্নার ভাবনার গভীরতা কবিতায় ফুটিয়ে তুলেছেন । বেশ হৃদয়গ্রাহী ।