রক্তজবা
একজনমে আমি মৃতপ্রায় পুষ্পই কি ছিলাম?
দেবতার ক্ষতস্থানের প্রলেপ হয়ে আবার পুনরুজ্জীবিত গোপন অভিব্যক্তির কিছুই কি পূর্ণতা পায়নি?
বাঁকানদীর জলও চাঁদের প্রতিম আধার,
কতটা অভাবে আর কতটা স্বভাবে?
কেতাবি ধরণ পাল্টে নিয়ে আহত পুষ্প অনাহুত জটিলতা এড়িয়ে কেবলই রক্তজবা নামে নিবন্ধিত।
পরজনমের লোভাতুর আশ্বাসে সকল নিষিদ্ধতার গিঁট ছিঁড়ে ফুঁড়ে বেরিয়ে আসে ঈশ্বরের কাতর কৃপা।
দাসত্বের পরাকাষ্ঠা হয়ে পুষ্পের গানে মাতিয়ে রাখে আরেক মুগ্ধতা, আরেক আসক্তি।
ঈশ্বরও পরম হয়ে ওঠে,
হয়ে ওঠে নিতান্তই সময়ের বেখেয়াল শুদ্ধাচারী পুরহিত।
-১২/০৯/১৩
০২:০০am
দেবতার ক্ষতস্থানের প্রলেপ হয়ে আবার পুনরুজ্জীবিত গোপন অভিব্যক্তির কিছুই কি পূর্ণতা পায়নি?
বাঁকানদীর জলও চাঁদের প্রতিম আধার,
কতটা অভাবে আর কতটা স্বভাবে?
কেতাবি ধরণ পাল্টে নিয়ে আহত পুষ্প অনাহুত জটিলতা এড়িয়ে কেবলই রক্তজবা নামে নিবন্ধিত।
পরজনমের লোভাতুর আশ্বাসে সকল নিষিদ্ধতার গিঁট ছিঁড়ে ফুঁড়ে বেরিয়ে আসে ঈশ্বরের কাতর কৃপা।
দাসত্বের পরাকাষ্ঠা হয়ে পুষ্পের গানে মাতিয়ে রাখে আরেক মুগ্ধতা, আরেক আসক্তি।
ঈশ্বরও পরম হয়ে ওঠে,
হয়ে ওঠে নিতান্তই সময়ের বেখেয়াল শুদ্ধাচারী পুরহিত।
-১২/০৯/১৩
০২:০০am
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৩/০৫/২০১৪Onik sundor
-
রোদের ছায়া ১৪/০৯/২০১৩ওয়াও! দারুন।
-
দাদা মুহাইমিন চৌধূরী ১৪/০৯/২০১৩সুন্দর লিখেছেন
-
রাসেল আল মাসুদ ১৪/০৯/২০১৩পড়ে মনে হল একটা সুলিখিত কবিতা পড়লাম।
-
Înšigniã Āvî ১৪/০৯/২০১৩ভাল লাগলো