গাজী তারেক আজিজ
গাজী তারেক আজিজ-এর ব্লগ
-
শব্দের উৎস মুখে তপ্ত সীসা ঢেলে দিয়েছি
মধ্যযুগের তাম্রলিপি দিয়ে সীলগালা করেছি যুবতীর সোনালি গাঙ
রচনা করেছি মৌলিক পৌরাণিক কাহিনী
শব্দের চেয়েও দ্রুতগতিতে যুবতীর গতর ঢেকে দিয়েছি প্রাগৈতিহাসিক আল্পন... [বিস্তারিত] -
বিদর্ভ নগর তোমাকে চেনে
আরো চেনে সন্যাসী নাগর
তোমার অতিমাত্রায় নাগরিক হয়ে ওঠা
আমাকে পৈশাচিক করে তোলে। [বিস্তারিত] -
আঁতুড় ঘরে শিশ্ন নাড়িয়ে জানান দিয়েছিল যে দাই,
আজ তার চুল পেঁকেছে।
শৈশবে কৈশোরের বর্ধিষ্ণু যৌবন আমাকে টেনেছিলো কাছে।
উস্কানি দিয়েছিল খুব! [বিস্তারিত] -
তোমাকে মমি করে রাখবো ঘন্টা আধেক
সময়টুকু শ্লথ করে সূর্যটাকে বসিয়ে রাখবো ঠিক মাথার উপরে
দিবানিদ্রায় সারিয়ে তুলবো বাকিটা অসুখ
একটুও ক্লান্ত হবনা [বিস্তারিত] -
সত্য নাওয়ের নাবিক তুমি
মিথ্যায় যদি দিক হারাও
অন্তরেতে যপিলে আল্লাহ
আবার কূলের সন্ধান পাও [বিস্তারিত] -
মেঘেদের দেখেছি আমি আলতো করে ছুঁয়ে দিতে তোমার কোমল ঠোঁট,
বৃষ্টিকে দেখেছি জলের ধারা নুয়ে দিতে,
চোখের নোনাজল বারবার খেয়েছে তায় হোঁচট।
(খুউব চেয়েছে আবেগের ধারা স্তিমিত হোক) [বিস্তারিত] -
বৈরাগ্য জীবন আমার ভালো লাগে না
ভালো লাগে না ধ্যানমগ্ন যিশু হতে
ওপাড়ার অনুর্ধ্ব চল্লিশের নর্তকী দলের কেউ
এপাড়ায় শীতলক্ষ্যায় স্নানে এলে [বিস্তারিত] -
তোমার কাছে ভোর চেয়েছি,
বাড়তি দিয়েছো কোকিলের সুমিষ্ট মূর্ছনা।
ফাগুন ছিলো বলেই হয়তো!
তোমার কাছে নিরবতা চেয়েছি, [বিস্তারিত] -
তিন রাস্তার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণকারী ওই ক্ষ্যাপা লোকটারও সংসার আছে,
আছে নিত্যনতুন খুনসুঁটি,
আছে প্রকৃতির সাথে পরকীয়া।
নিথর দোয়েলটারও হয়তোবা সংসার ছিল কোন একজনমে, [বিস্তারিত] -
রুপালী চাঁদ সোনালি সময় তোর কাছে রেখে গেলাম
এইযে আমি রিক্ত ছিলাম
আরো নিঃস্ব হলাম
তুই যদি কখনও একা থাকিস [বিস্তারিত] -
বৃষ্টির কান্না খুব করে মনে রাখে,
শিশিরের ছোঁয়াটুকুও আবেগে অঙ্গে মাখে,
চাঁদের মায়াবী আলো উচ্ছ্বাসে ঢাকে তরঙ্গটাকে,
তবু- [বিস্তারিত] -
রক্তের দামে যদি মৌনতা কিনি,
ভীষণ অপরাধী হবো!
হৃদয়ের দামে যদি যৌনতা চিনি,
পঙ্কিলতায় পা বাড়াবো! [বিস্তারিত] -
এইতো ক’দিন আগেই! তুমি-আমি, চাল-চুলো, ঘর-দ্বোর সবই ঠিক ছিলো।
ঘন কুয়াশায় মোড়ানো রূপালী চাঁদের রাতে পরম্পরার গান, কতো কথার কাকলি…
স্মৃতির চৈতন্যে আজ ভর দুপুর, ঘুম কাতুরে স্বপ্নচারিনী!
উত্তরে ডাহুকে... [বিস্তারিত] -
একজনমে আমি মৃতপ্রায় পুষ্পই কি ছিলাম?
দেবতার ক্ষতস্থানের প্রলেপ হয়ে আবার পুনরুজ্জীবিত গোপন অভিব্যক্তির কিছুই কি পূর্ণতা পায়নি?
বাঁকানদীর জলও চাঁদের প্রতিম আধার,
কতটা অভাবে আর কতটা স্বভাবে? [বিস্তারিত]