পুঁসি ।
হায় হায় হায়
কোথায় তারে পাই।
রাত ফুরালো দিন এল
তবু তার দেখা নাই।
বলতে পারো বন্ধু তোমরা
কোখায় পাব তার ।
সে বিহনে জীবন আমার
হইলো জারে জার ।
খুজতে তাহার নেইযে বাকী
বাংলা ভারত আফগান ।
হিল্লি দিল্লি সিন্ধু কাশমীর
রাজস্থান ।
নামটি তাহার কি জানি
জানতে যদি চাও ?
বলতে পারি সে আমার
পুঁসি বিড়াল মিনি ।
কোথায় তারে পাই।
রাত ফুরালো দিন এল
তবু তার দেখা নাই।
বলতে পারো বন্ধু তোমরা
কোখায় পাব তার ।
সে বিহনে জীবন আমার
হইলো জারে জার ।
খুজতে তাহার নেইযে বাকী
বাংলা ভারত আফগান ।
হিল্লি দিল্লি সিন্ধু কাশমীর
রাজস্থান ।
নামটি তাহার কি জানি
জানতে যদি চাও ?
বলতে পারি সে আমার
পুঁসি বিড়াল মিনি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আগুন পাখি ০১/০৪/২০১৯বানান দেখে নেবেন কবি, এগিয়ে যাবার অনুপ্রেরণা রইলো।
-
নাসরীন আক্তার রুবি ২৯/০৩/২০১৯চমৎকার।
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৩/২০১৯ভালো