ফেঁসে যাওয়া
এই নগর বন্দরে যথাযথ ফেঁসে যাওয়া
শুকনো খড়কুটোর মতন ভেসে যাওয়া
কিংবা উড়ে যাওয়া
যেমন ওড়ে পাখি-ধূলিকণা হাওয়া
নিজ ইচ্ছায় আসা কর্তার ইচ্ছেয় যাওয়া
কর্তৃপক্ষের অনুমোদন লাগে না আত্মাহুতি দেবার
আসা যাওয়ার ভেতরে নিজেকে লোপাট করে
বরাদ্দকৃত খুশি টুকু সবার মাঝে বিলিয়ে দেওয়া।
আর এই নগরে ইতিহাস হতে সময় লাগে না
পক্ষ বিপক্ষ হলেই রক্তে হাত রঞ্জিত নগর পিতার
আমি নিরুদ্দেশের গান শুনি-এই তো ভাল আছি বেশ
একদিন আমিও হবো নিরুদ্দেশ।
সময়গুলো ফ্রেমে বন্দী হবে
খোদাই করা পাথুরে স্বপ্নের ভেতর শ্বাপদের পদশব্দ
মসৃণ কুমারী কাঁচ ভেঙ্গে গড়ি সুকান্ত হৃদয়
হিসেব মেলে না - বেহিসেবের খাতায়ও গড়মিল
বোধহয় আমিও ফেঁসে গেছি
বস্তুত ফেঁসে যাবার ইতিহাস তাই ই বলে।
শুকনো খড়কুটোর মতন ভেসে যাওয়া
কিংবা উড়ে যাওয়া
যেমন ওড়ে পাখি-ধূলিকণা হাওয়া
নিজ ইচ্ছায় আসা কর্তার ইচ্ছেয় যাওয়া
কর্তৃপক্ষের অনুমোদন লাগে না আত্মাহুতি দেবার
আসা যাওয়ার ভেতরে নিজেকে লোপাট করে
বরাদ্দকৃত খুশি টুকু সবার মাঝে বিলিয়ে দেওয়া।
আর এই নগরে ইতিহাস হতে সময় লাগে না
পক্ষ বিপক্ষ হলেই রক্তে হাত রঞ্জিত নগর পিতার
আমি নিরুদ্দেশের গান শুনি-এই তো ভাল আছি বেশ
একদিন আমিও হবো নিরুদ্দেশ।
সময়গুলো ফ্রেমে বন্দী হবে
খোদাই করা পাথুরে স্বপ্নের ভেতর শ্বাপদের পদশব্দ
মসৃণ কুমারী কাঁচ ভেঙ্গে গড়ি সুকান্ত হৃদয়
হিসেব মেলে না - বেহিসেবের খাতায়ও গড়মিল
বোধহয় আমিও ফেঁসে গেছি
বস্তুত ফেঁসে যাবার ইতিহাস তাই ই বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রিয়েল আবদুল্লাহ ২৭/০৮/২০১৯ভাল লেখা
-
রিয়েল আবদুল্লাহ ২২/১০/২০১৬ভাল থাকবেন
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১১/০১/২০১৬ভালো লিখেছেন
-
ধ্রুব রাসেল ১১/০১/২০১৬অনেক ভাল লিখেছেন।
-
মাহাবুব ১০/০১/২০১৬অসাধারন লাগলো কবিতাটা। এবং ভালো লাগলো। কবি,