তোমাকে দেখি
তোমাকে দেখি
এই অত্যাশ্চর্য পৃথিবীতে
রাস্তায় রাস্তায়
পাড়ায় পাড়ায়
প্রতি মহল্লায়
দেয়ালে দেয়ালে
পোস্টারে পোস্টারে
বিলবোর্ডে
বারান্দায়
ফেসবুকে
টিভিতে
ইন্টারনেটে
পিতার চোখের ঝিলিকে
বৃদ্ধ কৃষকের হাসিতে
রাস্তার মোড়ের দোকানে
চায়ের কাপে
শিশুর হাসিতে
যুবকের গলার লকেটে
বউয়ের কানের দুলে
নতুন নেতার মুঠোফোনের টোনে
শিশুর নতুন বইয়ে
ভুল কিংবা শুদ্ধ ইতিহাসে
মুজুরের ঘামে
শ্রমিকের আহাজারীতে
রাস্তায় ঘুমানো শিশুর মুখে
শত বেকারের দীর্ঘশ্বাসে
ফসলের জমিনে
শ্লোগানে
মিছিলে
রাজনৈতিক মিথ্যায়
বোবাকান্নায়
ফায়দা লুটায়
শীতবস্ত্রে
সঙ্গীতে
মুক্তিযুদ্ধা হয়েও না হতে পারার বেদনায়
কিংবা ভূয়া মুক্তিযোদ্ধার হাসিতে
মায়ের আহাজারীতে
বোনের সম্ভ্রমে
ছেলে হারা পিতার ক্রন্দনে
বাবার টুপিতে
শিশুর তুলতুলে গালে
ষোড়শীর লাল ফ্রকে
টি শার্টে
মেহেদী রাঙ্গা হাতে
হাতের কাঁকনে
সিঁথির সিঁদূরে
মসজিদে
মন্দিরে
প্যাগোডায়
টিগারে
থ্রি নট থ্রি রাইফেলে
তোমাকে দেখি
প্রেমিকার ভ্যানিটিব্যাগ
চুল বাঁধার লাল ফিতায়
বটবৃক্ষের ঝিরিঝিরি পাতায়
বড়শীতে মাছ ধরায়
নৌকার গূলুইয়ে
কিংবা তোমাকে দেখি স্কুলে
বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়
ফোয়ারায়
শাপলা ফুলের শাদায়
ভোরের লাল সূর্যে
সূর্যাস্তে
পতাকায়
তার সবুজ জমিনে
আমি যেদিকে তাকাই
কেবল তোমাকেই দেখি
পিতা
তুমি মিশে আছ
আমার চেতনার গভীরে
আমার দৃষ্টির সীমানায়
আমার চিন্তায়
জীবনের প্রতি পদে পদে।
***জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কে নিয়ে লেখা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। এ লেখাটি প্রকাশিত হয়েছিল আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগ হতে প্রকাশিত "সুধাংশু " আগস্ট সংখ্যায় ২০০১ সালে।
এখন নতুনভাবে পরিমার্জন ও পরিবর্ধন করা হলো -(পুরাই চেঞ্জ)**
এই অত্যাশ্চর্য পৃথিবীতে
রাস্তায় রাস্তায়
পাড়ায় পাড়ায়
প্রতি মহল্লায়
দেয়ালে দেয়ালে
পোস্টারে পোস্টারে
বিলবোর্ডে
বারান্দায়
ফেসবুকে
টিভিতে
ইন্টারনেটে
পিতার চোখের ঝিলিকে
বৃদ্ধ কৃষকের হাসিতে
রাস্তার মোড়ের দোকানে
চায়ের কাপে
শিশুর হাসিতে
যুবকের গলার লকেটে
বউয়ের কানের দুলে
নতুন নেতার মুঠোফোনের টোনে
শিশুর নতুন বইয়ে
ভুল কিংবা শুদ্ধ ইতিহাসে
মুজুরের ঘামে
শ্রমিকের আহাজারীতে
রাস্তায় ঘুমানো শিশুর মুখে
শত বেকারের দীর্ঘশ্বাসে
ফসলের জমিনে
শ্লোগানে
মিছিলে
রাজনৈতিক মিথ্যায়
বোবাকান্নায়
ফায়দা লুটায়
শীতবস্ত্রে
সঙ্গীতে
মুক্তিযুদ্ধা হয়েও না হতে পারার বেদনায়
কিংবা ভূয়া মুক্তিযোদ্ধার হাসিতে
মায়ের আহাজারীতে
বোনের সম্ভ্রমে
ছেলে হারা পিতার ক্রন্দনে
বাবার টুপিতে
শিশুর তুলতুলে গালে
ষোড়শীর লাল ফ্রকে
টি শার্টে
মেহেদী রাঙ্গা হাতে
হাতের কাঁকনে
সিঁথির সিঁদূরে
মসজিদে
মন্দিরে
প্যাগোডায়
টিগারে
থ্রি নট থ্রি রাইফেলে
তোমাকে দেখি
প্রেমিকার ভ্যানিটিব্যাগ
চুল বাঁধার লাল ফিতায়
বটবৃক্ষের ঝিরিঝিরি পাতায়
বড়শীতে মাছ ধরায়
নৌকার গূলুইয়ে
কিংবা তোমাকে দেখি স্কুলে
বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়
ফোয়ারায়
শাপলা ফুলের শাদায়
ভোরের লাল সূর্যে
সূর্যাস্তে
পতাকায়
তার সবুজ জমিনে
আমি যেদিকে তাকাই
কেবল তোমাকেই দেখি
পিতা
তুমি মিশে আছ
আমার চেতনার গভীরে
আমার দৃষ্টির সীমানায়
আমার চিন্তায়
জীবনের প্রতি পদে পদে।
***জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কে নিয়ে লেখা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। এ লেখাটি প্রকাশিত হয়েছিল আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগ হতে প্রকাশিত "সুধাংশু " আগস্ট সংখ্যায় ২০০১ সালে।
এখন নতুনভাবে পরিমার্জন ও পরিবর্ধন করা হলো -(পুরাই চেঞ্জ)**
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২০/০৮/২০১৫দারুন সুন্দর
-
রইস উদ্দিন খান আকাশ ১৮/০৮/২০১৫দারুণ লিখেছেন
-
রুহুল আমীন রৌদ্র. ১৮/০৮/২০১৫দুূর্দান্ত চেতনার কাব্য।
-
নাজমুল আহসান ১৭/০৮/২০১৫অপূর্ব
-
সাইদুর রহমান ১৭/০৮/২০১৫খুব সুন্দর লিখেছেন।
-
শাহাদাত হোসেন রাতুল ১৭/০৮/২০১৫বেশ ভাল লাগলো শুভেচ্ছে ।।
-
নাবিক ১৭/০৮/২০১৫বেশ ভাল্লাগলো