প্রয়োজন নেই বিচ্ছিন্ন সকাল।
আজ রাতে তুমি যদি জোছনা হও,
আমি ডুবে যাব তোমার রূপালী জলে,
চঞ্চল চোখো চতুর্দশী কিশোর হবো
কিংবা তমাল বনের অন্ধকারে নিবিড় কূহক
হয়ে কেটে যাবে আমার বানবাসী ভালোবাসা প্রহর।
তুমি কি ধানের ডগায় শিশির হয়ে নামবে?
জোছনা আলোয় ঝকমক জ্বলে উঠবে;
রাতের পাঠে আমি হবো চারুকেশ চিত্রকর,
তোমার আদি অন্ত এঁকে ভ্যানগগ ভ্যাকুয়াম করে দেবো।
তুমি কি জোছনা হবে শুধু আজ রাতের জন্য?
তবে মাতাল করে দেবো ঘেরুয়া বাতাস;
আজ আর প্রয়োজন নেই বিচ্ছিন্ন সকাল।
আমি ডুবে যাব তোমার রূপালী জলে,
চঞ্চল চোখো চতুর্দশী কিশোর হবো
কিংবা তমাল বনের অন্ধকারে নিবিড় কূহক
হয়ে কেটে যাবে আমার বানবাসী ভালোবাসা প্রহর।
তুমি কি ধানের ডগায় শিশির হয়ে নামবে?
জোছনা আলোয় ঝকমক জ্বলে উঠবে;
রাতের পাঠে আমি হবো চারুকেশ চিত্রকর,
তোমার আদি অন্ত এঁকে ভ্যানগগ ভ্যাকুয়াম করে দেবো।
তুমি কি জোছনা হবে শুধু আজ রাতের জন্য?
তবে মাতাল করে দেবো ঘেরুয়া বাতাস;
আজ আর প্রয়োজন নেই বিচ্ছিন্ন সকাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রিয়েল আবদুল্লাহ ১৭/০৮/২০১৫ধন্যবাদ
-
ঐশ্বরিক হিমা ৩০/০১/২০১৫সকল ইচ্ছাগুলো পরিপূর্ণতা পাক ইচ্ছেমত
ভাল হয়েছে। -
সায়েম খান ২৬/০১/২০১৫ঠিক আছে ভাই বিচ্ছিন্ন সকাল আর আপনাকে দেবনা। হা হা হা।
-
আহমাদ মাগফুর ২৩/০১/২০১৫হরে ভাই!
একটা রাতেই চাই..... -
সবুজ আহমেদ কক্স ২৩/০১/২০১৫darun so jodi antu mill rakten aro anek anek valo lagto @ @ok good luck @
-
আবিদ আল আহসান ২২/০১/২০১৫আহ
-
অ ২২/০১/২০১৫এক কথায় চমৎকার হয়েছে । শুভেচছা কবিকে ।
-
স্বপন রোজারিও(১) ২২/০১/২০১৫চমৎকার
-
হাসান কামরুল ২২/০১/২০১৫ভালো লেগেছে আমার।