আজ সুনামীবার
-------------------------------------
বুকের ভেতর জলদে অগ্নি মৃদঙ্গ বাঁজায়,
অবিনাশী ইশ্বর চুরুইভাতি খেলে দিন রাত।
টর্পেডো সময়ে আমি নিরস্ত্র গতিহীন শম্ভুক,
তাবৎ মানুষের ভীরে নিজে করি নতুন আবিষ্কার ,
আমার হাত-পা-মগজ সবই আছে, কেবল নেই চোখ।
আমি স্বপ্ন দেখিনা কতদিন;
সিরিয়াস ঘটনাগুলো চাপা দিই
সাবলীল মিথ্যের নিচে;
সামগ্রিক উদ্যোগে উদবেগ ছাড়ে না পিছু,
সত্য-অসত্যের আইনানুগ সংক্রমণ সংক্রান্ত,
জটিলতা আগুন ধরানো মায়াবী শ্লোগানের মতো-
দ্রোহে দাহে হৃদয়ের খড়-লতা-গুল্ম-ঘাস।
মাঝে মাঝে মনে হয় সত্যি আমি ব্যর্থ কবি এক,
তৈলিক মাত্রা প্রয়োগ প্র্যাকটিস করা উচিত ,
তাহলে হয়তো পেতাম মৃত্যুর আগে সরকারি অনুদান,
আমার বাইপাসটা হতো সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ এ
কারণ আমার দেশে চিকিৎসা দিতে ব্যর্থ সব ডাক্তার;
আমি রাজনীতিবিদ বলে ওদের উপর বিস্বাস অনিশ্চিত ,
যদিও আমার মায়ের কঠিন রোগের ছাড়পত্র দিয়েছেন,
এক স্বদেশী ডাক্তার-বোকা কোথাকার! মাকে পাঠাতে-
দিলোনা দার্জিলিংয়ের আশেপাশের কোন হাসপাতালে।
যাক বুকের সুনামী নেমে আসে,
ক্রমাগত ভাংচুর, মাগগো আমি অজ্ঞান হই না কেন?
আজ সুনামীবার - সব নিহতদের প্রতি শ্রদ্ধা।
বুকের ভেতর জলদে অগ্নি মৃদঙ্গ বাঁজায়,
অবিনাশী ইশ্বর চুরুইভাতি খেলে দিন রাত।
টর্পেডো সময়ে আমি নিরস্ত্র গতিহীন শম্ভুক,
তাবৎ মানুষের ভীরে নিজে করি নতুন আবিষ্কার ,
আমার হাত-পা-মগজ সবই আছে, কেবল নেই চোখ।
আমি স্বপ্ন দেখিনা কতদিন;
সিরিয়াস ঘটনাগুলো চাপা দিই
সাবলীল মিথ্যের নিচে;
সামগ্রিক উদ্যোগে উদবেগ ছাড়ে না পিছু,
সত্য-অসত্যের আইনানুগ সংক্রমণ সংক্রান্ত,
জটিলতা আগুন ধরানো মায়াবী শ্লোগানের মতো-
দ্রোহে দাহে হৃদয়ের খড়-লতা-গুল্ম-ঘাস।
মাঝে মাঝে মনে হয় সত্যি আমি ব্যর্থ কবি এক,
তৈলিক মাত্রা প্রয়োগ প্র্যাকটিস করা উচিত ,
তাহলে হয়তো পেতাম মৃত্যুর আগে সরকারি অনুদান,
আমার বাইপাসটা হতো সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ এ
কারণ আমার দেশে চিকিৎসা দিতে ব্যর্থ সব ডাক্তার;
আমি রাজনীতিবিদ বলে ওদের উপর বিস্বাস অনিশ্চিত ,
যদিও আমার মায়ের কঠিন রোগের ছাড়পত্র দিয়েছেন,
এক স্বদেশী ডাক্তার-বোকা কোথাকার! মাকে পাঠাতে-
দিলোনা দার্জিলিংয়ের আশেপাশের কোন হাসপাতালে।
যাক বুকের সুনামী নেমে আসে,
ক্রমাগত ভাংচুর, মাগগো আমি অজ্ঞান হই না কেন?
আজ সুনামীবার - সব নিহতদের প্রতি শ্রদ্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কৌশিক আজাদ প্রণয় ২৮/১২/২০১৪
-
এমএসবি নাজনীন লাকী ২৬/১২/২০১৪সুন্দর প্রকাশ!!
-
সাইদুর রহমান ২৬/১২/২০১৪সুন্দর কবিতাটি।
ভালো থাকবেন। -
সায়েম খান ২৬/১২/২০১৪সব নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই আমিও, চমতকার কবিতা।
-
অনিরুদ্ধ বুলবুল ২৬/১২/২০১৪বেশ সুন্দর কবিতা হয়েছে।
বানানে আর একটু যত্ন নিতে হবে কবি।
ভাল থাকুন। শুভেচ্ছা নিন। -
নাজমুল আহসান ২৬/১২/২০১৪ভাললাগলো,ধন্যবাদ
মাগগো> মাগো
বিশ্বাস> বিসসাস