দেশের গান
------------------------------------
কথা ও সুর - নিজে
বাংলা মাগো বল তোমার
এমন কিবা রূপ যে আছে,
বার বার ফিরে আসি
মাগো তোমার কোলের কাছে।
পাখি যেমন নীড়ে ফিরে
গোধূলি পরে সন্ধ্যা হলে,
বন বাঁদাড়ের আধো ছায়ায়
যেমন করে জোনাক জ্বলে;
তেমন করে জ্বলছ মাগো
আত্মার ভেতর আমার বুকে;
তোমার মধুর আদর ছাড়া
বল এ প্রাণ কেমনে বাঁচে।
কৃষ্ণচূঁড়া পলাশ যখন
ফুটে মাগো তোমার বুকে,
কী অনুরাগ জন্ম যে নেয়
মাগো আমার দুটি চোখে;
পারিনা যে বলতে কাউরে
জ্বলে মরি কী অসুখে;
তোমার মুখের কথার মতো
পাইনি মাগো কারো কাছে।
কথা ও সুর - নিজে
বাংলা মাগো বল তোমার
এমন কিবা রূপ যে আছে,
বার বার ফিরে আসি
মাগো তোমার কোলের কাছে।
পাখি যেমন নীড়ে ফিরে
গোধূলি পরে সন্ধ্যা হলে,
বন বাঁদাড়ের আধো ছায়ায়
যেমন করে জোনাক জ্বলে;
তেমন করে জ্বলছ মাগো
আত্মার ভেতর আমার বুকে;
তোমার মধুর আদর ছাড়া
বল এ প্রাণ কেমনে বাঁচে।
কৃষ্ণচূঁড়া পলাশ যখন
ফুটে মাগো তোমার বুকে,
কী অনুরাগ জন্ম যে নেয়
মাগো আমার দুটি চোখে;
পারিনা যে বলতে কাউরে
জ্বলে মরি কী অসুখে;
তোমার মুখের কথার মতো
পাইনি মাগো কারো কাছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এমএসবি নাজনীন লাকী ২৩/১২/২০১৪ভাল লাগলো!!
-
অনিরুদ্ধ বুলবুল ২২/১২/২০১৪সুন্দর ও সাবলীল ছন্দে দেশের গান পড়লাম। বেশ ভাল লাগল। কবিকে শুভেচ্ছা -
-
বিজয় রায় ০৭/০৯/২০১৪খুব সুন্দর আপনার গানটি।।বেশ ভাল লাগল ।।
কবিদাদা অনন্ত শিকড়ে ভালবাসি তোমায় গল্পটি কালকে থেকে এই ব্লগে দিব PLZ একটু নজরে দিবেন -
একনিষ্ঠ অনুগত ০৭/০৯/২০১৪খুব সুন্দর লেখা...।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৬/০৯/২০১৪অসাধারন লাগল। চমৎকার ভাবনা।
-
স্বপন রোজারিও(১) ০৬/০৯/২০১৪সুন্দর হয়েছে দেশের গান
মুগ্ধ হয়েছে মোদের প্রাণ।