www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার শহরে আমি

এইতো, এখানেই, এখনো আছে
নীলাঞ্জনা!
ছুঁয়ে দেখো হৃদয়,
আল্পস পর্বতের মত সরুসরু বরফগলা প্রেম উঁচু হয়ে গেঁথে আছে।

সিজোফ্রেনিয়া!
না, সেতো কবেই সেরে গেছে আমার
এখন শুধু মন ভুলোনোর দিন,
তবুও আমি নিজেই ভুলে থাকি,
তুমি আর সিজোফ্রেনিয়ার দোহাই পেরে ভুল বুঝোনা আমায়,

ডাউনস্ট্রিটের প্রশস্ততায়
হৃদয়ের প্রতিফলন দেখে ঘুমুতে যাওয়ার পর
আজ রাতে হঠাৎ তোমাকে পেলাম
আফ্রোদিতির আসন্ন মহড়ায় আমি কন্ট্রাক্টরি নিচ্ছি,
জানো তো নীলাঞ্জনা?
তাই বুঝি দেবী সদয় হয়ে তোমার ছায়াঘন জীবনের
হাইওয়ে ধরে চলার ফুরসত দিচ্ছেন, একটুখানি

অনেকদিন হলো
অস্তিত্বের লড়াইয়ে ঘুণে ধরা
জীবনের সাথে মগজেরচাষ করি,
তারপর যখন ফল হয়, আমি স্বস্তিকর নিদ্রাতুর রাত্রে ঘুমকে পাহারা দেই, পাহাড়ে

সেই কবেকার বিদীর্ণ প্রেমেজ্বরজ্বর মনে ভর করে আজ এই পাহাড়িয়া শহর
সিল্কের শহর
পুরোনো শহর
তোমার শহর
শহরনামা পাঠ করতে করতে অজান্তেই চলে এসেছি,

এইতো, তুমি কাছেই
ইচ্ছে হলে ছুঁতে পারতাম, বলতে পারতাম পুরোনো সেই অসীমতটের ছবির কথা,
কিন্তু এখন আমি শুধু আমার নই
আমার স্বত্বা ভাগ হয়ে একেকজায়গায় ছিদ্রিত প্রেমে,
আমি অবুঝ মন তত্ত্ব ঘাঁটতে ঘাঁটতে ভুলে যাই
আমি অসহায়
আমি ফিরে আসি
তোমার শহর থেকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ১৩/০১/২০১৭
    কোথাও না কোথাও এ যেন প্রতিটি মানুষের ই মনের কথা।
    খুব সুন্দর উপস্থাপন। ভালো থাকুন।
  • গুরুপদ নেয়ে ১১/০১/২০১৭
    বা! দারুণ!
  • শান্ত চৌধুরী ০৯/০১/২০১৭
    এই শহরটা ধূলোমাখা প্রহরে ডুবে আছে আগের মতো শুধু তুমি নেই আছে শুধু তোমার ক্ষত।

    শুভ কামনা কবি
  • খুব ভালো।
  • বেশ তো
 
Quantcast