www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দন্ডিত কবি

চোখে কালো কাপড়
মুখে প্লাস্টিক ট্যাপ
হাতে হ্যান্ডকাপ
পিছমোড়া করে বাঁধা ।
আনা হলো দন্ডিত কবিকে ,
সম্মুখে ফাঁসির মঞ্চ ।
কি করেছে কবি ?
অজানা আতঙ্ক চোখে বিস্ময় !
মুক্ত কথন আর সত্য বচন
স্রোতের প্রতিকুলে কলমের হাটাহাটি ।
এসবি কবির দণ্ডিত অভিযোগ ।
ও আচ্ছা
তাহলে তো সবার চোখে
আর মুখে সেঁটে দাও কালো কাপড় ।
বেধেঁ দাও হাত শক্ত দড়ির বাঁধনে ।
আমরা সবাই বৃক্ষ নতুবা পাখি হবো ,
তবুও মানুষ নয় ?
মানুষ হলে তো ;
দেখবো চোখ দিয়ে ;
বলব মুখ দিয়ে ;
আর ফেটে পড়ব প্রতিবাদে
কলম দিয়ে ।
দন্ডিত কবি কেউই হতে চায় না ,
সবাই হবে অন্ধ , বধির আর পংগু ।
ওতেই সুখের সাগরে ভাসবে
মুক্ত লেখন আর মুক্ত বচন বিরোধী
চেতনা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ঋজু কবি ০৪/১১/২০১৫
    খুব দারুন বিদ্রোহী কবিতা ।
  • Md. Ashik Hossain Rone ০২/১১/২০১৫
    দারুণ
  • শমসের শেখ ০২/১১/২০১৫
    অসাধারণ ফুটিয়ে তুলেছেন অনেক অনেক শুভ কামনা।
 
Quantcast