www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনোঘর

যুবকের মনোঘরে ঘন্টা বাজে ;
কে বা কখন এসেছিল ভিরু পায়ে লাজে ।
পবনেতে চুল ছিল মেঘ এলোমেলো
ডাগরিত চোখ ছিল যেন ছলমলো ।
ধনুমাখা শরীরেতে যেন তীর ছোটে
কাঁপা ঠোঁটে যেন তার ফুল যে ফোটে ।
খলখল হাসি যেন বুক যে কাঁপে ;
তখন আমি ভাবি তাহা যেন পরিতাপে ।
ঘন ঘন এসেছিল মোর হৃদ মাঝে ,
যুবকের মনোঘরে ঘন্টা বাজে ।
ঝলমলো প্রাণ খুলে হেসেছে কখন ?
চাঁদ যেন উঠেছিল আকাশে তখন ।
সরোবরে মিলেমিশে হলো একাকার
মোর পানে ভীরু লাজে চাহে বারবার ।
তখন তো সুর ছিল কন্ঠ মাঝে
দিকে দিকে সে সুর পবনে বাজে ।
অলিগলি সব খুঁজে পাইনি তারে ;
ঘন্টার শেষ ধ্বনি বাজে বারেবারে ।
মন তবু চায় তারে প্রতি পলেপলে
খুঁজে ফিরি তাই তারে ক্ষীতি আর জলে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ তারুণ্য ২৫/১০/২০১৫
    কবিতার ছন্দ যেন খুব ভালো লাগে...
    ভালো লাগলো,
    চালিয়ে যান।
 
Quantcast