www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুক্তিযোদ্ধা আমানকে

আমান তুমি আর কেঁদোনা জেগেছে লড়াকু দল
শতকোটি হাত এক হয়েছে জঙ্গে চলরে চল ।
পাহাড় ঠেলে প্রাচীর ভেঙ্গে শত্রুর কালো হাত
ভাঙ্গতে ভাঙ্গতে এগুবো মোরা থাক যে শত ঘাত ।
তোমার ছেলেরা মুষ্টি হাতেতে করছে যে শপথ
শত্রুর দাঁত ভাঙ্গব মোরা থাক যে শত মত ।
মুক্ত কবির মুক্ত কথনে হও যে আগুয়ান
দেশদ্রোহীদের শির ভাঙো আজ যায় যত যাক প্রাণ ।
চোখেতে আগুন মুখেতে বজ্র পেশীতে অযুত বল
মুক্তিরে নিয়ে ছিনিমিনি খেলা ; এ যে কিসের ছল ?
অযুত যুবার কন্ঠ নিংগারী , ধরো রাজাকার ধরো
যেথায় যত রাজাকার পাও শুধু যে কতল করো ।
বিচার তাদের হবেই হবে এই জনতার মাঝে
বাংলার মুখ দুখিনীর দুঃখ শত সহস্র কাজে ।
হাজার আমান লুকিয়ে আছে এই তটিনীর পাড়ে
দুখের সাগরে যায় ভেসে তারা নিয়মের হাত নেড়ে ।
বন্ধ কেন গো জনতার মুখ কিসের ডরে ভয়ে ?
তোলো গো মুষ্টি বাজুক বজ্র শত্রু যাবে যে ক্ষয়ে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আশরাফ আলী সোহান ২৪/১০/২০১৫
    চমৎকার
  • শমসের শেখ ২৪/১০/২০১৫
    অনেক সুন্দর লিখেছেন
  • ঋজু কবি ২৪/১০/২০১৫
    বিদ্রোহের ঝংঙ্কার কবিতার মাঝে
    আজ হেথা বাজে শুধু বাজে ...।।
    অসাধারন...।
    • মুরাদ হোসেন ২৪/১০/২০১৫
      বজ্র মুষ্টিতে ঝংকার তোলে সঞ্জয় দাদা ,
      আজ তাই পাড়ি দেবো নেই কোন বাঁধা ।
      • ঋজু কবি ২৪/১০/২০১৫
        পাড়ি দিতে নেই কোনো মানা,
        মেলবে সবাই আজ বিদ্রোহেরই ডানা ---।
  • বিমূর্ত পথিক ২৩/১০/২০১৫
    ভালো লাগলো পড়ে।
 
Quantcast