কান্না
-------- কান্না ----------
---------------------------
বৃষ্টির মত করে
কাঁদতে আমি পারি না ,
অথচ জমে থাকা
হৃদয়ের অজস্র মেঘ ;
কখনো বৃষ্টি ;
আবার কখনো
ঝরে পরে ; বজ্র হয়ে ।
নিস্তব্দ নিরব রাতে
যখন কলম হাতে ;
একাকি আমি ,
হৃদের মেঘেরা তখন ;
শব্দ করে এলোমেলো ,
সূর তুলে তানপুরাতে ।
---------------------------
বৃষ্টির মত করে
কাঁদতে আমি পারি না ,
অথচ জমে থাকা
হৃদয়ের অজস্র মেঘ ;
কখনো বৃষ্টি ;
আবার কখনো
ঝরে পরে ; বজ্র হয়ে ।
নিস্তব্দ নিরব রাতে
যখন কলম হাতে ;
একাকি আমি ,
হৃদের মেঘেরা তখন ;
শব্দ করে এলোমেলো ,
সূর তুলে তানপুরাতে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এইচ আই হাবীব ২৩/১০/২০১৫ভালো
-
সুহেল ইবনে ইসহাক ২৩/১০/২০১৫Nice
-
শমসের শেখ ২৩/১০/২০১৫অনেক ভালো লিখেছেন কবি