এশা তুষিন শুভ্র
এশার মাঝে তুষিন হাসে ; শুভ্র তাহার মাঝে ;
হাসির যখন হুল্লোর উঠে যেন কাঁকন বাজে ।
আকাশ যখন নিথর গভীর চাঁদের আলো ছড়ায়
তিনজনেতে তখন ওরা হাসিতে যে হারায় ।
আবার যখন কান্না উঠে চোখের মণি ভিজে
আকাশ তখন ঝর্ণা হয়ে যেন বর্ষা সাজে ।
হুল্লোড়েতে ছুটে যখন তিনজনেতে মিলে ;
ঝিঁ ঝিঁর গন্ধে মাতায় পাড়া পাশের ছোট্ট ঝিলে ।
দুষ্টু কথার মিষ্টি মনে যখন ফুল যে ফোটে ,
আকাশ মাঝে রঙিন আলোর যেন ফুলকি ছোটে ।
সরব নিরব সব সুর যেথা বাজায় আপন মনে
সুরের নাচন উঠে তখন যেন প্রতি ক্ষণে ।
গল্প বলার ফাঁদে যখন তিনজনেতে হারায় ;
আদর-সোহাগ চুমোর ধ্যানে হাতটি তখন বাড়ায় ।
রং ধনুর ঐ রং যে যখন মাখে শরীর মাঝে ;
চন্দ্রের আলো নিয়ে তখন হুর গেলমান সাজে ।
সুর্যের আলো ঝড়ের ফোটায় মুক্তো যখন খোঁজে ;
তখন যেন তাদের মাঝে হাসির কাঁকন বাজে ।
হাসির যখন হুল্লোর উঠে যেন কাঁকন বাজে ।
আকাশ যখন নিথর গভীর চাঁদের আলো ছড়ায়
তিনজনেতে তখন ওরা হাসিতে যে হারায় ।
আবার যখন কান্না উঠে চোখের মণি ভিজে
আকাশ তখন ঝর্ণা হয়ে যেন বর্ষা সাজে ।
হুল্লোড়েতে ছুটে যখন তিনজনেতে মিলে ;
ঝিঁ ঝিঁর গন্ধে মাতায় পাড়া পাশের ছোট্ট ঝিলে ।
দুষ্টু কথার মিষ্টি মনে যখন ফুল যে ফোটে ,
আকাশ মাঝে রঙিন আলোর যেন ফুলকি ছোটে ।
সরব নিরব সব সুর যেথা বাজায় আপন মনে
সুরের নাচন উঠে তখন যেন প্রতি ক্ষণে ।
গল্প বলার ফাঁদে যখন তিনজনেতে হারায় ;
আদর-সোহাগ চুমোর ধ্যানে হাতটি তখন বাড়ায় ।
রং ধনুর ঐ রং যে যখন মাখে শরীর মাঝে ;
চন্দ্রের আলো নিয়ে তখন হুর গেলমান সাজে ।
সুর্যের আলো ঝড়ের ফোটায় মুক্তো যখন খোঁজে ;
তখন যেন তাদের মাঝে হাসির কাঁকন বাজে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Ashik Hossain Rone ১৩/১০/২০১৫মন ছুঁয়ে গেল
-
শমসের শেখ ১৩/১০/২০১৫কবিতার মাঝে কাহীনিটা ভালোই জমেছে
-
দেবব্রত সান্যাল ১৩/১০/২০১৫ভালো
-
পরশ ১২/১০/২০১৫ভাল লিখেছেন